সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ছবি সংযুক্ত করে ‘উত্তেজিত হবেন না জামায়াত সরকার গঠন করবে লিখে রাখেন’ ক্যাপশনে সংবাদমাধ্যম আমার দেশের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
অর্থাৎ, দাবি প্রচার করা হয়েছে, নুরুল হক নুর বলেছেন, ‘উত্তেজিত হবেন না জামায়াত সরকার গঠন করবে লিখে রাখেন’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘উত্তেজিত হবেন না জামায়াত সরকার গঠন করবে লিখে রাখেন’ শীর্ষক মন্তব্য করেননি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং আমার দেশও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে আমার দেশের লোগো ও তারিখ হিসেবে ২১ অক্টোবর, ২০২৫ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইটেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের গাঢ়ত্ব, লাইন স্পেসে খানিকটা পার্থক্য লক্ষ্য করা যায়।

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উক্ত মন্তব্য সম্বলিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷
বরং, এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘এটিএন বাংলা’ এর ইউটিউব চ্যানেলে গত ১১ আগস্টে নুরুল হক নুরের একটি ভিডিও প্রচার হতে দেখা যায়। ভিডিওতে নুর বলেন, ‘জামায়াতে ইসলাম কিংবা ইসলামিক দলগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আগামী ২০ বছরেও তারা কখনও সরকার গঠন করবে বলে আমার মনে হয় না। এবং সরকার গঠন করলেও তারা টিকতে পারবে কি না সেটি নিয়েও আন্তর্জাতিক আপনার জিওপলিটিক্সের বিবেচনায় অনেকগুলি ইস্যু আছে। সেই জায়গা থেকে আপনার জামায়াত কিংবা ইসলামিক কোনো দলের ওইভাবে সরকার গঠন করার বাংলাদেশে বাস্তব আসলে সম্ভাবনা খুব বেশি নাই..’
সুতরাং, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর “উত্তেজিত হবেন না জামায়াত সরকার গঠন করবে লিখে রাখেন” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Daily Amar Desh – Facebook Page
- Daily Amar Desh – Website
- ATN Bangla News – জামায়াতে ইসলাম ও ইসলামী দলগুলো আগামী ২০ বছরেও সরকার গঠন করতে পারবে না: নুরুল হক নুর