সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্মসচিব রুহুল কবির রিজভীর ছবি সংযুক্ত করে ‘শিবির সব বিশ্ববিদ্যালয় দখল করেছে জামায়াত সংসদ দখল করবে মনে হয়’ শীর্ষক ক্যাপশনে সংবাদমাধ্যম আমার দেশের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
অর্থাৎ, দাবি প্রচার করা হয়েছে, রুহুল কবির রিজভী বলেছেন, ‘শিবির সব বিশ্ববিদ্যালয় দখল করেছে জামায়াত সংসদ দখল করবে মনে হয়’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘শিবির সব বিশ্ববিদ্যালয় দখল করেছে জামায়াত সংসদ দখল করবে মনে হয়’ শীর্ষক মন্তব্য করেননি বিএনপির সিনিয়র যুগ্মসচিব রুহুল কবির রিজভী এবং আমার দেশও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে আমার দেশের লোগো ও তারিখ হিসেবে ১২ অক্টোবর, ২০২৫ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইটেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের গাঢ়ত্ব, লাইন স্পেসে খানিকটা পার্থক্য লক্ষ্য করা যায়।

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও বিএনপির সিনিয়র যুগ্মসচিব রুহুল কবির রিজভীর উক্ত মন্তব্য সম্বলিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷ রুহুল কবির রিজভী এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।
সুতরাং, বিএনপির সিনিয়র যুগ্মসচিব রুহুল কবির রিজভী “শিবির সব বিশ্ববিদ্যালয় দখল করেছে জামায়াত সংসদ দখল করবে মনে হয়” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Daily Amar Desh – Facebook Page
- Daily Amar Desh – Website