বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় গত ১৭ অক্টোবর শুরু হয় তিনদিনব্যাপী লালন উৎসব ও মেলা। যাকে কেন্দ্র করে প্রতিদিনই বাউল ভক্ত, অনুরাগী, ফকির, সাধুসহ লক্ষ্যাধিক দর্শনার্থীদের সমাগত হয়। এর প্রেক্ষিতে গত ১৭ অক্টোবর মেলায় ঘুরতে যাওয়া সাইফুল নামের এক ব্যক্তির তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রচার করেন। যেখানে তিনি দাবি করেন, সেদিন মেলায় ভিড়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন এবং দুইজন নিহত হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, তিনিসহ বেশ কয়েকজন ভিড় থেকে রক্ষা পেতে একটি দোকানের সাটার বন্ধ করে সেখানে আশ্রয় নিয়েছেন।

সাইফুল নামের ওই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি তার প্রচারিত ভিডিওটি প্রায় ৩ লাখ ৮৬ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটিতে ৬ হাজারের অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। এছাড়াও ৩৫৫ টি মন্তব্য করা হয়েছে।
অন্যান্য ফেসবুক অ্যকাউন্টে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় অনুষ্ঠিত এবারের লালন উৎসব ও মেলায় ভিড়ে হতাহতের দাবি সত্য নয়। প্রকৃতপক্ষে, এবারের উৎসবে মোবাইল ফোন চুরির মতো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং মেলার মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের হামলায় এক সাংবাদিক আহত হয়েছেন। তবে ৫০ জন আহত ও ২ জন নিহতের মতো কোনো ঘটনা ঘটেনি।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে জানা যায়, গত ১৯ অক্টোবর শেষ হয় তিন দিনব্যাপী চলা এবারের লালন স্মরণোৎসব। তবে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে এবারের লালন মেলায় অত্যাধিক ভিড়ের কারণে দুইজন নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। এমনকি আলোচিত ভিডিওতে দাবিকৃত ৫০ জন আহত হওয়ার তথ্যও পাওয়া যায়নি।
কিন্তু ভিড়ের কারণে মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে বলে জানা যায়। এছাড়াও পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা পোস্টের কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাজু আহমেদ লালন মেলার মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের লোকজনের হামলায় আহত হন বলে জানা যায়।
সুতরাং, ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় অনুষ্ঠিত এবারের মেলায় ভিড়ে দুইজন নিহত হওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Analysis