সাকিব আল হাসান জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়েছেন দাবিতে বিকৃত ভিডিও প্রচার

সম্প্রতি, বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান Crazy Time নামক কথিত জুয়ার অ্যাপের প্রচারণা করছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। ভিডিওতে সাকিব আল হাসানকে জুয়ার অ্যাপের প্রচারণা চালাতে দেখা যায়।

Screenshot: Facebook 

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাকিব আল হাসান Crazy Time নামের জুয়ার অ্যাপের প্রচারণা করেননি। বরং, তার ফেসবুক পেজে আপলোড করা পুরোনো ভিডিওর কিছু অংশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তার সাথে ভিন্ন অডিও এবং জুয়ার বিজ্ঞাপন যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে জুয়ার বিজ্ঞাপনে ব্যবহৃত সাকিব আল হাসানের ভিডিও ক্লিপটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে তার অফিশিয়াল ফেসবুক পেজে ২০২২ সালের ৬ মার্চ প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে সাকিব আল হাসান এ.ই. রিলায়েবল কনসালটেন্সি নামের একটি কোম্পানির বিজ্ঞাপনে অংশ নেন যেখানে তিনি মালয়েশিয়ায় উচ্চ শিক্ষার বিষয়ে বিভিন্ন তথ্য দেন।

Screenshot: Facebook 

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত জুয়ার বিজ্ঞাপনে ব্যবহৃত সাকিব আল হাসানের ভিডিও ক্লিপের সাথে উক্ত ভিডিওর বেশকিছু অংশের হুবহু মিল রয়েছে। দুটো ভিডিওতেই তার পোশাক, বসার ধরন এবং ভিডিওর পেছনের অংশের মিল রয়েছে। অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় উক্ত ভিডিওটিতে অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

এছাড়াও, ভিডিওতে ব্যবহৃত সাকিবের ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে জানা যায়, মূলত ছবিটি চীন ভিত্তিক মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান অপো’র একটি বিজ্ঞাপন এর অংশ। বিজ্ঞাপনের অংশ হিসেবে সাকিব আল হাসান ২০২৩ সালের ২৫ জুন সবাইকে অপো’র পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ একটি ভিডিওটি আপলোড করে। এই বিজ্ঞাপনের একটি দৃশ্য আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে যুক্ত করা হয়েছে।

Screenshot collage: Rumor Scanner 

অর্থাৎ, সাকিব আল হাসানের সম্পূর্ণ ভিন্ন একটি ভিডিওর সাথে জুয়ার বিজ্ঞাপনের অডিও ও ভিডিও যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। যার সাথে সাকিব আল হাসানের কোনো প্রকার সম্পর্ক নেই।

ভিডিওটি প্রচার করা ফেসবুক পেজ সম্পর্কে যা জানা যায়

আলোচিত জুয়ার বিজ্ঞাপনটি Avia Sky (আর্কাইভ) নামের পেজ থেকে প্রচার করা হয়েছে। পেজটি পর্যালোচনা করে দেখা যায় পেজে উল্লেখযোগ্য কোনো পোস্ট নেই এবং জুয়ার ভিডিওটি ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করা হচ্ছে। পেজের ট্রান্সপারেন্সি সেকশন যাচাই করে দেখা যায়, পেজটি ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর Eco passion fruit নামে তৈরি করা হয়েছে। পরবর্তীতে, চলতি বছরের ২৪ মে নাম পরিবর্তন করে Avia Sky রাখা হয়। এছাড়াও, ট্রান্সপারেন্সি সেকশন থেকে জানা যায়, পেজটি বাংলাদেশ, কাজাখস্তান, পাকিস্তান, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামসহ মোট ছয়টি দেশ থেকে পরিচালনা করা হচ্ছে।

Screenshot: Facebook

মূলত, ক্রিকেটার সাকিব আল হাসান তার ভেরিফাইড ফেসবুক পেজে ২০২২ সালের ৬ মার্চ এ.ই. রিলায়েবল কনসালটেন্সি নামের একটি কোম্পানির মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা বিষয়ক বিজ্ঞাপনে অংশ নিয়ে ভিডিও প্রচার করেন। সম্প্রতি উক্ত ভিডিওর কিছু অংশ কাট করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তার সাথে ভিন্ন একটি অডিও, তার করা মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান অপো’র বিজ্ঞাপনের একটি দৃশ্য ও জুয়ার অ্যাপের প্রচারণার ভিডিও যুক্ত করে দাবি করা হচ্ছে, সাকিব আল হাসান জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নিয়েছেন। প্রকৃতপক্ষে, সাকিব আল হাসান এমন কোনো জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নেননি। 

উল্লেখ্য, পূর্বেও একাধিকবার ক্রিকেটার সাকিব আল হাসানকে জড়িয়ে জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নেওয়ার দাবি প্রচার করা হলে সেগুলো প্রতারণা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। (, , )

সুতরাং, সাকিব আল হাসান Crazy Time নামের অনলাইন জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নিয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং এ সংক্রান্ত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img