সময় টিভিকে জড়িয়ে সাকিব আল হাসানের নামে জুয়ার বিজ্ঞাপন ফেসবুকে

সম্প্রতি, মাগুরা- ১ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের কথিত অনলাইন জুয়ার অ্যাপ নিয়ে সময় টিভি একটি প্রতিবেদন প্রকাশ করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

Best Spin নামে ফেসবুক পেজে প্রচারিত উক্ত দাবির ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বেসরকারি টেলিভিশন সময় টিভি সাকিব আল হাসানের কথিত অনলাইন জুয়ার অ্যাপ সম্পর্কিত কোনো প্রতিবেদন প্রকাশ করেনি বরং যমুনা টিভির সংবাদ বুলেটিনের ভিডিওকে সম্পাদনার মাধ্যমে তাতে সময় টিভির লোগো এবং ভিন্ন ভয়েস-ওভার যুক্ত করে সাকিবের পুরোনো ভিডিও ব্যবহার করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

দাবিটির সত্যতা যাচাইয়ে  যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে গত ২৬ মার্চের একটি সংবাদ বুলেটিন “যমুনা নিউজ | Latest News Headlines and Bulletin | Jamuna News | 26 March 2024 | 12 AM | Jamuna TV” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনের ২ মিনিট ৫ সেকেন্ডের সংবাদ উপস্থাপনের অংশের সাথে আলোচিত সম্পাদিত ভিডিওটির শুরু অংশের সাথে মিল রয়েছে। অর্থাৎ, এর সাথে আলোচিত জুয়া সম্বলিত দাবিটির কোনো সম্পর্ক নেই। তাছাড়া সময় টিভিতেও এমন কোনো সংবাদ প্রচারের প্রমাণ মেলেনি। 

Screenshot comparison: Rumor Scanner 

সাকিবের সাক্ষাৎকারের ভিডিও ফুটেজটির বিষয়ে অনুসন্ধানে বেসরকারি সংবাদমাধ্যম Independent Television এর ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের গত ১৩ অক্টোবর, গল্পে সাকিব আল হাসান || পর্ব-২ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওর সাকিব আল হাসানের ক্লিপের সাথে উক্ত ভিডিওর  মিল রয়েছে। দুটোতেই তার পোশাক, অঙ্গভঙ্গি, বাচনভঙ্গী, পিছনের স্টেডিয়ামের গ্যালারি সবকিছুর মিল দেখতে পাওয়া যায়। 

Screenshot comparison: Rumor Scanner 

ভিডিওটিতে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের মুখোমুখি হয়ে  সাকিব আল হাসানকে  নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন আর ভবিষ্যত সম্ভাবনা নিয়ে কথা বলতে দেখা যায়। তবে উক্ত ভিডিওতে সাকিবকে কোনো জুয়ার অ্যাপের প্রচারণা চালাতে দেখা যায়নি। তাই সাকিব আল হাসানের উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই।

ভিডিওটি প্রচার করা ফেসবুক পেজ সম্পর্কে যা জানা গেল

আলোচিত জুয়ার বিজ্ঞাপন প্রচারকারী Best Spin (আর্কাইভ) পেজটি পর্যালোচনা করে দেখা যায় এতে অনলাইন ভিত্তিক জুয়া খেলার প্রচারণামূলক পোস্ট রয়েছে। এছাড়াও পেজটির লোকেশনের স্থানে বাংলাদেশের ঢাকা শহরের কথা উল্লেখ রয়েছে। পাশাপাশি জানা যায় উক্ত পেজটি ২০২২ সালের ৩১ আগস্ট তৈরি করা হয়েছে।

Screenshot: Facebook 

মূলত, সম্প্রতি ক্রিকেটার সাকিব আল হাসানের কথিত অনলাইন জুয়ার অ্যাপ নিয়ে সময় টিভি একটি প্রতিবেদন প্রকাশ করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, সাকিবকে নিয়ে এমন কোনো সংবাদ সময় টিভি প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, গত ২৬ মার্চে যমুনা টিভির সংবাদ বুলেটিনের ভিডিও প্রচার করা হয়। উক্ত ভিডিওর উপস্থাপিকার এবং সাকিব আল হাসানকে নিয়ে ২০১৮ সালে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত একটি ইন্টারভিউ এর কিছু অংশ কেটে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তাতে সময় টিভির লোগো, ভিন্ন একটি অডিও এবং ‘Crazy Time’ নামের একটি অনলাইন জুয়ার অ্যাপের বিজ্ঞাপন যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।  

সুতরাং, সময় টিভির লোগো সম্বলিত যমুনা টিভির ভিডিওটিতে যুক্ত সাকিব আল হাসান Crazy Time নামের অনলাইন জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নিয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং বিষয়টি স্ক্যাম বা প্রতারণা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img