গতকাল (১৮ অক্টোবর) দুপুরের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে উদ্ধৃত করে ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া হবে পরিচালনার জন্য’ শিরোনামে যমুনা টিভির লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

উক্ত ফটোকার্ডসহ ফেসবুকে প্রচারিত দাবি দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
এছাড়া যমুনা টিভির লোগো মুছে দিয়েও প্রেস সচিবকে উদ্ধৃত করে একই মন্তব্য প্রচার করা হয়েছে। দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া হবে বলে কোনো মন্তব্য করেননি শফিকুল আলম এবং যমুনা টিভিও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং প্রযুক্তির মাধ্যমে গণমাধ্যমটির ফটোকার্ডের ডিজাইন নকল করে ও ভুয়া স্ক্রিনশট তৈরি করে আলোচিত দাবিটি ছড়িয়ে দেওয়া হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে যমুনা টিভির লোগো এবং প্রকাশের তারিখ ১৮ অক্টোবর ২০২৫ উল্লেখ রয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজে সেদিন প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করেও ওই শিরোনামের কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইটেও এ বিষয়ে কোনো সংবাদ বা তথ্য নেই।
পর্যবেক্ষণেও দেখা গেছে, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সঙ্গে যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডের ফন্টের পার্থক্য রয়েছে।

কিছু ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, কয়েক মাস আগে এমন একটি খবর প্রকাশিত হয়েছিল এবং অনেকে এর স্ক্রিনশট সংরক্ষণ করে রেখেছে। ওই পোস্টগুলোতে যমুনা টিভির কথিত ফেসবুক পোস্টের একটি স্ক্রিনশটও দেখা যায়। তবে, কয়েক মাস আগে বা সাম্প্রতিক সময়ে শফিকুল আলমের এমন কোনো মন্তব্যের তথ্য কোনো বিশ্বাসযোগ্য সূত্র বা গণমাধ্যমে পাওয়া যায়নি। পোস্টগুলোতে ‘কয়েক মাস আগে প্রকাশিত’ বলা হলেও ফটোকার্ডে প্রকাশের তারিখ হিসেবে ১৮ অক্টোবর উল্লেখ রয়েছে, যা থেকেই বোঝা যায় প্রচারিত স্ক্রিনশটটিও ভুয়া।
এ বিষয়ে যমুনা টিভির নিউ মিডিয়া বিভাগের সম্পাদক রুবেল মাহমুদ রিউমর স্ক্যানারকে জানিয়েছেন, ফটোকার্ডটি তাদের তৈরি নয় এবং ফটোকার্ডে ব্যবহৃত ফন্টও ভিন্ন।
সুতরাং, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া হবে পরিচালনার জন্য’ শিরোনামে প্রেস সচিব শফিকুল আলমকে উদ্ধৃত করে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis.
- Jamuna TV: Facebook Page & Website.
- Statement from Rubel Ahmed, Editor, New Media, Jamuna TV.