শেখ হাসিনা ৭ ডিসেম্বর দেশে ফিরছেন জানিয়ে ভিডিও বার্তা দেননি নিক্সন, ডিপফেক ভিডিও প্রচার 

গত ০৯ অক্টোবর থেকে সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সনের কথিত একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। ভিডিওতে নিক্সনের কণ্ঠে বলতে শোনা যায়, “শোনেন আমার ফুফু আগামী ডিসেম্বরের ৭ তারিখে দেশে যাচ্ছেন আপনারা ইতোমধ্যেই সবাই তা জানতে পেরেছেন। এই মাসের ১৫ তারিখে আমার ফুফু জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন। মনে রাখবেন এই মাসের ১৫ তারিখ। ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দিন। কিছু বিদেশি নেতার সাথে সাথে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।” 

একই ভিডিও টিকটকে দেখুন এখানে। এই ভিডিওটিও দেখা হয়েছে অন্তত ছয় লক্ষাধিক বার।

একই দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা ৭ ডিসেম্বর দেশে ফিরছেন জানিয়ে নিক্সনের ভিডিও বার্তা দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয় বরং ডিপফেক প্রযুক্তির ব্যবহারে ভুয়া ভিডিওটি প্রচার করে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে।

ভিডিওটির সূত্রপাত অনুসন্ধানে ‘Mitol Ahmed Sabuj’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ০৯ অক্টোবরে একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook 

তবে ভিডিওটিতে নিক্সনের বলা বক্তব্য কবে কার বা কোথাকার এরূপ কোনো প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘জননেত্রী শেখ হাসিনা, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন এই মাসের পনেরো তারিখ, জানালেন তার ভাতিজা নিক্সন চৌধুরী। কয়েকজন বিদেশী নেতাকে সঙ্গে নিয়ে তিনি এ ভাষণ দিতে যাচ্ছেন। Source-0 Television’।

উক্ত ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায় এটি থেকে আরও অসংখ্য এ ধরনের ভিডিও (, , ) প্রচার করা হয়ে হয়েছে।

অনুসন্ধানে শেখ হাসিনা ৭ ডিসেম্বর দেশে ফিরছেন জানিয়ে নিক্সনের কথিত এই ভিডিও বার্তা প্রসঙ্গে মূল ধারার গণমাধ্যমে কোনো সংবাদ পাওয়া যায়নি। এমনকি আওয়ামী লীগ সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রেও এই ভিডিওর বিষয়ে কোনো তথ্য মেলেনি। 

পরবর্তী অনুসন্ধানে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভিডিওটির উপাদানগুলোতে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়। 

নিক্সনের কথা বলার সময় তার মুখের মুভমেন্টসহ পারিপার্শ্বিক বিষয়গুলোয় অসামঞ্জস্যতা দেখা যায়।  

তাছাড়া, অনুসন্ধানে ফেসবুকে গত ০৯ সেপ্টেম্বর নিক্সনের একটি ভিডিওর পারিপার্শ্বিক উপাদানের সাথে আলোচিত ভিডিওর সাদৃশ্য লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner 

ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, এই ভিডিওতে এবং আলোচিত ভিডিওতে নিক্সনকে একই পোশাকে, একই স্থানে এবং একই ভঙ্গিতে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। ভিডিওর ক্যাপশন এবং নিক্সনের বক্তব্য থেকে জানা যায়, ফরিদপুরে ভাঙ্গা উপজেলার অন্তগত দুটি ইউনিয়ন কেটে ফরিদপুর -০২ আসনে জুড়ে দেওয়ার প্রতিবাদে এই ভিডিও বার্তা দেন নিক্সন।

প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ফরিদপুরের-৪ আসনের অধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে জুড়ে দেওয়ার গেজেট ৪ সেপ্টেম্বর প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এর প্রতিবাদে ৫ সেপ্টেম্বর প্রথমে দুই মহাসড়ক অবরোধ করা হয়। সেদিনের কর্মসূচি থেকে তিন দিনের সময়সীমা বেঁধে যাওয়া হয়। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়ায় ৯ সেপ্টেম্বর সকাল থেকে আবার অবরোধ শুরু হয়।

অর্থাৎ, ভিন্ন ঘটনার ভিডিও থেকে নিক্সনের ছবি সংগ্রহ করে ডিপফেক প্রযুক্তিতে ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।

সুতরাং, শেখ হাসিনা ৭ ডিসেম্বর দেশে ফিরছেন জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন নিক্সন চৌধুরী শীর্ষক দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র 

  • Md. Biplob Matubbar: Facebook Video
  • Rumor Scanner’s own analysis 

আরও পড়ুন

spot_img