সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘এই মুহূর্তে জয় বাংলা স্লোগানে ঢাকার রাজপথ উত্তাল। বিজয়ের খুব কাছাকাছি আমরা। ইনশাআল্লাহ জয় নিয়ে ঘরে ফিরবো।’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

উল্লিখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে জয় বাংলা স্লোগান দেওয়া হয়নি এবং এটি আওয়ামী লীগ সমর্থকদেরও কোনো মিছিলের ভিডিও নয়। প্রকৃতপক্ষে, গত ১০ সেপ্টেম্বর প্রথম প্রহরে ডাকসু নির্বাচনের ভোট গণনা চলাকালে শিবির সমর্থিত প্রার্থীদের পক্ষে শাহবাগে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচির ভিডিও এটি। যেখানে শিবিরের পক্ষে নানা স্লোগান দেওয়া হয়।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবির ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওতে জমায়েতরত মানুষদের স্লোগান দিতে দেখা গেলেও অতিরিক্ত শোরগোলের কারণে ভিডিওতে কী স্লোগান দেওয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
পরবর্তীতে, ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স সার্চ করে গত ১০ সেপ্টেম্বর ‘A.R. Rahim’ নামক একটি ইউটিউব চ্যানেলে ‘শিবির শিবির স্লোগানে মুখরিত শাহবাগ প্রাঙ্গণ’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরুর অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

উল্লিখিত ইউটিউব চ্যানেল থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে একই দিনে ‘The News bd’ নামক একটি ইউটিউব চ্যানেলে ‘শাহবাগে শিবিরের বিজয় স্লোগান’ ভিন্ন কোণ থেকে ধারণকৃত একই স্থানের আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যেখানে জমায়েতরত ব্যক্তিদের ‘শিবির শিবির’ স্লোগান দিতে দেখা যায়।
এছাড়া, একই দিনে অনলাইন সংবাদমাধ্যম Banglanews24 এর ‘শাহবাগে শিবিরের উচ্ছ্বসিত স্লোগান, সরাসরি…’ শিরোনাম প্রকাশিত একই স্থানের আরো একটি ভিডিওর সন্ধান পায় রিউমর স্ক্যানার।
ভিডিওতে বাংলানিউজের সংবাদ কর্মীর দেওয়া তথ্য অনুযায়ী এটি শাহবাগে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ডাকসুর শিবির সমর্থিত প্রার্থীদের পক্ষে জমায়েত ও স্লোগানের ঘটনার ভিডিও। ৯ সেপ্টেম্বরে দিবাগত রাতে ডাকসুর হল ভিত্তিক ফল ঘোষণা চলাকালে কয়েকটি হলে শিবিরের প্রার্থীদের এগিয়ে থাকার খবরে শাহবাগ চত্বরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা শিবিরের পক্ষে নানা স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
অর্থাৎ, উল্লিখিত তথ্যপ্রমাণ থেকে এটি নিশ্চিত যে প্রচারিত ভিডিওটি ঢাকায় জয় বাংলা স্লোগান দেওয়ার কোনো ঘটনার নয়।
উল্লেখ্য, গত ০৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভিপি-জিএস, এজিএসসহ ২৮টি পদের ২৩টিতেই বিজয়ী হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।
সুতরাং, ডাকসুর হলভিত্তিক ফল ঘোষণা চলাকালে শাহবাগে জামায়াত-শিবির নেতা-কর্মীদের ‘শিবির শিবির’ স্লোগানে উচ্ছ্বাস প্রকাশের ভিডিওকে ঢাকার রাজপথে জয় বাংলা স্লোগান দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- A.R. Rahim: শিবির শিবির স্লোগানে মুখরিত শাহবাগ প্রাঙ্গণ (YouTube)
- The News bd: শাহবাগে শিবিরের বিজয় স্লোগান (YouTube)
- Banglanews24: শাহবাগে শিবিরের উচ্ছ্বসিত স্লোগান, সরাসরি (YouTube)
- Daily Sun: ডাকসু নির্বাচনে ২৮ পদের ২৩টিতেই ছাত্রশিবিরের জয়