জাতিসংঘের নির্দেশে আ’লীগের নিবন্ধন ফিরে পাওয়ার ভুয়া দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার 

সম্প্রতি, জাতিসংঘের নির্দেশে নিবন্ধন ফিরে পাচ্ছে আওয়ামী লীগ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবির ভিডিওটি দেখুন এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতিসংঘের নির্দেশে নিবন্ধন ফিরে পাচ্ছে আওয়ামী লীগ শীর্ষক দাবিটি সঠিক নয় বরং জাতিসংঘের এমন কোনো নির্দেশ দেওয়ার এখতিয়ারই নেই। তাছাড়া, দাবিটির সাথে প্রচার হওয়া ভিডিওটিও ২০২৪ সালের ভিন্ন ঘটনার। 

এ বিষয়ে অনুসন্ধানে জাতিসংঘের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা সংক্রান্ত কোনো সংবাদ গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। আন্দোলনের মুখে গত বছরের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রেখেছে। পাশাপাশি দলটির নিবন্ধন ও দলীয় প্রতীক নৌকা স্থগিত করেছে নির্বাচন কমিশন। বিবিসি বাংলার গত ০৭ অক্টোবরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যাচ্ছে। অপরদিকে, এ সংক্রান্ত প্রচারিত ভিডিওটি অনলাইনে রয়েছে এর আগে থেকেই। অর্থাৎ, দাবিটি যে ভুয়া তা নিশ্চিত। তাছাড়া, নিবন্ধন বাতিল বা ফিরে পাওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনেরই। এ বিষয়ে জাতিসংঘের হস্তক্ষেপের কোনো এখতিয়ার নেই।

পরবর্তী অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে নাগরিক টিভির ২০২৪ সালের ০৮ আগস্টের একটি লাইভ ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়। মূলত ভিডিওটি ছিল অন্তর্বর্তরকালীন সরকারের উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানের। 

Comparison: Rumor Scanner 

দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদন থেকে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস এবং বেশ কয়েকজন উপদেষ্টা হিসেবে সেদিন শপথ নেন। 

অর্থাৎ, এই ভিডিওর সাথে আওয়ামী লীগের নিবন্ধন ফিরে পাওয়ার কোনো সম্পর্ক নেই। 

সুতরাং, জাতিসংঘের নির্দেশে আ’লীগের নিবন্ধন ফিরে পাওয়ার দাবিটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img