আলোচিত শিক্ষার্থী আনিসাকে আসিফ নজরুলের মেয়ে দাবিতে অপপ্রচার 

গত ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এরই প্রেক্ষিতে ঐদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শিক্ষার্থীর ছবি প্রচার করে দাবি করা হয়েছে, “এইচএসসিতে ২ বিষয়ে ফেল করেছে আসিফ নজরুলের মেয়ে আনিসা”।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘এইচএসসিতে ২ বিষয়ে ফেল করেছে আসিফ নজরুলের মেয়ে আনিসা’ শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে। ফটোকার্ডে প্রদর্শিত শিক্ষার্থীর নাম আনিসা আহমেদ এবং তার সাথে ড. আসিফ নজরুলের কোনো সম্পর্ক নেই।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। আলোচিত ফটোকার্ডটির বিষয়ে অনুসন্ধানে ‘গরম টিভি’ নামের একটি ফেসবুক পেজে গত ১৬ অক্টোবরে আলোচিত ফটোকার্ডটি প্রথমবার পোস্ট হতে দেখা যায়। উল্লেখ্য, ‘গরম টিভি’র ফটোকার্ডে ‘গরম টিভি’র লোগো থাকলেও আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে তা মুছে দেওয়া হয়েছে।

Comparison : Rumor Scannerner

‘গরম টিভি’ পেজটির অ্যাবাউট সেকশনে গিয়ে দেখা যায়, সেখানে পেজটিকে ‘Satire/Parody’ পেজ বলে উল্লেখ রয়েছে। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত শিক্ষার্থীর ছবির বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘আরটিভি’র ওয়েবসাইটে ‘ফেল করেছেন সেই আনিসা’ শিরোনামে গত ১৬ অক্টোবরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে সংযুক্ত নারী শিক্ষার্থীর ছবির সংযুক্তি উক্ত প্রতিবেদনে পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

প্রতিবেদনে বলা হয়, ‘মায়ের অসুস্থতার কারণে দেরিতে কেন্দ্রে আসায় পরীক্ষা দিতে না পারা সেই আনিসা আহমেদ এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন। তিনি বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে ফেল করেছেন।’ এ বিষয়ে আরো একাধিক গণমাধ্যম সূত্রেও একইরকম তথ্য জানা যায়।

আনিসার বিষয়ে আরো জানা যায়, এর আগে আনিসার ‘গল্প’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। দাবি করা হয়, পরীক্ষার দিন (২৬ জুন) সকালে তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আনিসা পরীক্ষা কেন্দ্রে না গিয়ে মাকে নিয়ে ছুটে যান চিকিৎসকের কাছে। ওইদিন ছিল বাংলা প্রথমপত্র পরীক্ষা। মাকে চিকিৎসকের চেম্বারে রেখে সকাল ১০টার পর বের হলেও পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হয়ে যায়, ফলে তিনি পরীক্ষায় অংশ নিতে পারেননি। সেসময় আরো দাবি করা হয়, তার বাবা প্রয়াত। তাই আনিসাকে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। তবে, পরবর্তীতে গত আগস্টে মূলধারার গণমাধ্যম ‘সমকাল’ এ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ‘শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বোর্ডের একাধিক সূত্র সমকালকে জানায়, সামাজিক মাধ্যমে আনিসার বিষয়টি যেভাবে এসেছে, তা পুরোপুরি সত্য নয়। মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা বোর্ডের দুটি টিম পৃথক তদন্ত করে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে। এতে আনিসার দাবির সত্যতা মেলেনি।’ তবে কোনো প্রতিবেদনেই আনিসার সাথে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কোনো সম্পর্ক বা সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত আনিসার সাথে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। 

সুতরাং, এইচএসসিতে ২ বিষয়ে ফেল করেছে আসিফ নজরুলের মেয়ে আনিসা শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img