গত সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। এরই প্রেক্ষিতে বাংলাদেশের কাছে হেরে যাওয়ার পরে হংকং এর দর্শকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি হংকং এর সমর্থকদের নয়। প্রকৃতপক্ষে, সেনেগালের কাছে ৩-২ গোলে হারের পর বিশ্বকাপ বাছাইপর্বে ডিআর কঙ্গোর সমর্থকদের স্টেডিয়াম ভাঙচুরের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Sanya Sanya’ নামক ফেসবুক অ্যাকাউন্টে গত ১০ সেপ্টেম্বরে প্রচার হওয়া একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ১০ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ডিআর কঙ্গোর সমর্থকরা সেনেগালের কাছে ৩-২ গোলে পরাজয়ের পর ৮০ হাজার আসন বিশিষ্ট শহীদদের নামে নির্মিত স্টেডিয়াম ভাঙচুরের দৃশ্য এটি।
নাইজেরিয়া ভিত্তিক সংবাদমাধ্যম ‘The Punch’ এর ওয়েবসাইটে গত ১১ সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেনেগালের কাছে ৩-২ গোলে পরাজয়ের পর বিশ্বকাপ বাছাইপর্বে ডিআর কঙ্গোর সমর্থকরা ক্ষোভে কিনশাসার শহীদদের নামে নির্মিত স্টেডিয়ামে ভাঙচুর চালায়। শেষ মুহূর্তে পাপে মাতার সার জয়সূচক গোল করেন, এতে গ্রুপের শীর্ষে ওঠে সেনেগাল আর দ্বিতীয় স্থানে নেমে যায় কঙ্গো।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কাছে হারের পর হংকং এর বিক্ষুব্ধ দর্শকদের নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, সেনেগালের কাছে হারের পর বিশ্বকাপ বাছাইপর্বে ডিআর কঙ্গোর সমর্থকদের স্টেডিয়াম ভাঙচুরের ভিডিওকে এশিয়া কাপে বাংলাদেশের কাছে হারের পরে হংকং দর্শকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Sanya Sanya: Facebook Video
- The Punch: DR Congo fans vandalise stadium after Senegal loss