সম্প্রতি ‘Emirates Ramadan gift’ শীর্ষক একটি ক্যাম্পেইন লিংক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং মেসেজ শেয়ারিং প্ল্যাটফর্ম মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন একটি লিংক দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ার স্ক্রিনশট দেখুন।
উক্ত ভুয়া ক্যাম্পেইনের কয়েকটি ওয়েবসাইট লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে।
আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দুবাই ভিত্তিক এয়ারলাইন্স কোম্পানি এমিরেটস এর পক্ষ থেকে রমজান উপলক্ষে ৩০ হাজার টাকা উপহার দেওয়া হচ্ছে না বরং প্রতারণার উদ্দেশ্যে এমিরেটস এর লোগো ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট তৈরি করে উপহার প্রদানের প্রলোভন দেখানো হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে ক্যাম্পেইনটির সত্যতা যাচাইয়ে ক্যাম্পেইন ওয়েবসাইটে প্রবেশ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে প্রথমেই অভিনন্দন জানিয়ে বলা হয়, এমিরেটস এর পক্ষ থেকে রমজান উপহারে কিছু প্রশ্নের উত্তর দিয়ে ৩০ হাজার টাকা জেতার সুযোগ রয়েছে।
পরবর্তীতে সেখানে পর্যায়ক্রমে চারটি প্রশ্ন সামনে আসে। যেখানে বয়স, লিঙ্গ এবং এমিরেটস সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করা হয়।
সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার পর এই ধাপটি পার হয়। এরপর অভিনন্দন জানিয়ে এই ধাপটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে পরের ধাপে নিয়ে যাওয়া হয়। সেখানে ৯টি গিফট বক্স দেখা যায়। সেখানে জানানো হয়, বক্সের ভেতরে থাকা গিফট পেতে হলে সঠিক গিফট বক্স সিলেক্ট করতে হবে এবং এর জন্য ৩ বার সুযোগ দেওয়া হবে।
এই ধাপটি যাচাই করার জন্য প্রদর্শিত গিফটবক্স থেকে অনুমানের ভিত্তিতে একটি বক্স সিলেক্ট করা হয়। সেখানে দুঃখপ্রকাশ করে জানানো হয় বাছাইকৃত বক্সটি খালি এবং এখনো দুইবার সুযোগ রয়েছে। পরবর্তীতে অন্য একটি বক্স সিলেক্ট করলে সেখানে বাছাইকৃত বক্সটি থেকে টাকা বের হতে দেখা যায়। এরপর অভিনন্দন জানিয়ে ৩০ হাজার টাকা জেতার কথা বলা হয়।
পরের ধাপে ৫ টি ফেসবুক গ্রুপ অথবা ২০ জন বন্ধুকে এই ক্যাম্পেইন সম্পর্কে জানাতে বলা হয়। ক্যাম্পেইন সম্পর্কে জানাতে মেসেজিং প্লাটফর্ম মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের অপশন দেওয়া হয়। সেগুলোয় ক্লিক করলে উক্ত অ্যাপগুলোতে একটি লিংক পাঠানোর অপশন সামনে আসে।
এমিরেটস কি এমন কোনো অফার দিচ্ছে?
যে ওয়েবসাইট থেকে এই উপহার দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে সেটি একটি ভুয়া ওয়েবসাইট। পাশাপাশি দুবাই ভিত্তিক এয়ারলাইন্স কোম্পানি এমিরেটস এর অফিশিয়াল ওয়েবসাইট এবং ভেরিফাইড ফেসবুক পেজ কিংবা নির্ভরযোগ্য অন্যকোনো সূত্র থেকেও উক্ত অফারের সত্যতা খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, উপরোক্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, উক্ত ক্যাম্পেইনটি এমিরেটস এর পক্ষ থেকে এমন কোনো অফার দেওয়া হয়নি।
মূলত, দুবাই ভিত্তিক এয়ারলাইন্স কোম্পানি এমিরেটস এর পক্ষ থেকে রমজান গিফট অফারের দাবিতে সম্প্রতি একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেজ শেয়ারিং প্ল্যাটফর্ম মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এমিরেটস এর নাম এবং লোগো ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, ইতিপূর্বে একাধিকবার বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট নকল করে প্রতারণার উদ্দেশ্যে প্রলোভন দেখানো হয়। সেসময় উক্ত বিষয়গুলোকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।
সুতরাং, ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে এমিরেটস এর নাম ব্যবহার করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রমজান উপলক্ষে ৩০ হাজার টাকা উপহার দেওয়া হচ্ছে বলে দাবি করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Emirates : Verified Facebook Page
- Emirates : Official Website
- Rumor Scanner Own Analysis