২৬ মার্চ উপলক্ষে বিকাশ থেকে ২৬০০ টাকা উপহার দেওয়ার দাবিটি মিথ্যা

সম্প্রতি “২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে ২৬০০ টাকা করে উপহার দিচ্ছে বিকাশ” শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 
পোস্টগুলোর আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিকাশের তরফ থেকে ২৬০০ টাকা উপহার দেওয়ার দাবিটি সত্য নয় বরং বিকাশের ওয়েবসাইট নকল করে তৈরি ভুয়া ওয়েবসাইট থেকে প্রতারণার উদ্দেশ্যে উপহার প্রদানের এই প্রলোভন দেখানো হচ্ছে।

গুজবের সূত্রপাত

অনুসন্ধানে দেখা যায়, উপহার প্রদানের উক্ত দাবিটি বিকাশের ওয়েবসাইট নকল করে তৈরি ভুয়া ওয়েবসাইট থেকে ছড়িয়েছে। এমন একটি ভুয়া ওয়েবসাইটের আর্কাইভ দেখুন এখানে। 

উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে উক্ত ভুয়া ওয়েবসাইটিতে যা করতে বলা হচ্ছে-

Screenshot from fraudulent bKash portal.   
Screenshot from fraudulent bKash portal.  
Screenshot from fraudulent bKash portal.  

অর্থাৎ, প্রথমে একটি ফর্মে ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে। পরবর্তীতে অন্য আরেকটি ফর্মে বিকাশ নাম্বার চাওয়া হচ্ছে এবং শেষ ধাপে একটি বক্স থেকে লেখা কপি করে ২০টি ফেসবুক পোস্টে কমেন্ট করতে বলা হচ্ছে। 

বিকাশ কি এমন কোনো অফার দিয়েছে?

প্রথমত যে ওয়েবসাইট থেকে এই উপহার দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে সেটি বিকাশের ওয়েবসাইট নকল করে তৈরি একটি ভুয়া ওয়েবসাইট। 

Comparison between real and fake bKash websites. 

বিকাশের অফিশিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজেও এমন কোনো অফারের তথ্য  খুঁজে পাওয়া যায়নি। 

তাছাড়া পূর্বেও একইভাবে বিকাশের ওয়েবসাইট নকল করে প্রতারণার উদ্দেশ্যে ২১শে ফেব্রুয়ারি উপলক্ষ্যে ২১০০ টাকা উপহারের প্রলোভন দেখানো হয়। সেসময় বিষয়টিকে মিথ্যা শনাক্ত করে একটি ফ্যাক্ট-চেক প্রতিবেদন প্রকাশ করেছিলো রিউমর স্ক্যানার টিম।

Image Source: Rumor Scanner

মূলত, ১৯৭১ সালের ২৬ মার্চ মাতৃভূমি রক্ষায় যুদ্ধ করে শহিদ হওয়া মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শনের জন্য ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিকাশ থেকে ২৬০০ টাকা উপহার দেওয়া হচ্ছে দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিটি সত্য নয়। বিকাশের ওয়েবসাইট নকল করে তৈরি ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার উদ্দেশ্যে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে।

সুতরাং, “২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিকাশ থেকে ২৬০০ টাকা উপহার দেওয়া হচ্ছে” শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img