বৃহস্পতিবার, অক্টোবর 3, 2024
spot_img

ভারতের উৎসবের ভিডিওকে খুলনায় বিএনপির সমাবেশে জনসমুদ্র দাবিতে প্রচার 

সম্প্রতি, “খুলনার জনসমুদ্র” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এটি সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত খুলনায় বিএনপি’র গণসমাবেশ স্থলের ভিডিও নয় বরং এটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে একটি উৎসব চলাকালীন সময়ের ভিডিও।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, সামাজিক মাধ্যম ইউটিউবে ‘Info Video By Rama’ নামের একটি চ্যানেলে গত ১২ অক্টোবরে “Croud for Pydimamba Utsav Sirumanu” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, এটি ভারতের বিজয়নগরম এলাকার ‘পাইদিমাম্বা উৎসব’ (অনুবাদিত) এর ভিডিও।

এছাড়া, ইউটিউবে ‘Pothina Bala’ নামের আরেকটি ইউটিউব চ্যানেলে একই দিনে অর্থাৎ ১২ অক্টোবর “Croud for Pydimamba Utsav Sirumanu” শীর্ষক শিরোনামে অনুরূপ আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটির বিস্তারিত বিবরণীতেও এটিকে ভারতের বিজয়নগরম এলাকার পাইদিমাম্বা উৎসবের ভিডিও হিসেবে উল্লেখ করে প্রচার করা হয়েছে।

ভিডিওতে প্রদর্শিত জায়গাটি ভারতের বিজয়ানগ্রাম এলাকা কি না তার সত্যতা যাচাইয়ে, ‘গুগল ম্যাপ’ এর সাহায্যে “Sony Center” শীর্ষক সাইনবোর্ড সম্বলিত ভবনটি খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, ভিডিওটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিজয়নগরম এলাকার তা নিশ্চিত। 

তাছাড়া, খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত ২১ অক্টোবর (শুক্রবার)। অনুসন্ধানে পাওয়া তথ্যমতে ভিডিওটি খুঁজে পাওয়া গেছে গত ১২ অক্টোবরে। সেক্ষেত্রেও স্পষ্টভাবে বলা যায়, ভিডিওটি পুরোনো এবং খুলনার সমাবেশস্থলের নয়। 

মূলত, ২১ শে অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে গণসমাবেশের আগের দিন থেকেই শুরু হয় জেলাটিতে দুই দিনের পরিবহন ধর্মঘট। যার ফলে বাসসহ গণপরিবহন বন্ধ থাকায় সমাবেশে যোগ দিতে বাধা-বিপত্তি ডিঙিয়ে নেতা-কর্মীরা নানাভাবে খুলনার উদ্দেশ্যে রাওনা হয়। এরই প্রেক্ষিতে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিজয়নগরম এলাকায় পাইদিমাম্বা উৎসবের একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে খুলনার সমাবেশে জনসমুদ্র দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, খুলনার সমাবেশকে কেন্দ্র করে বিগত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন ভিন্ন দাবিতে বেশকিছু ভূয়া ভিডিও এবং ছবি প্রচার করা হয়েছে। ইতিমধ্যে সেসব ভূয়া ভিডিও এবং ছবিগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

প্রসঙ্গত, গত ১১ অক্টোবরে ভারতের বিজয়নগরম এলাকায় রাজ্য সরকারের তত্ত্বাবধানে ‘পাইদিমাম্বা শ্রীমণোৎসব’ শীর্ষক উৎসব পালিত হয়। উক্ত আনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন অংশ এবং প্রতিবেশী তেলেঙ্গানা ও ওড়িশা থেকে বিপুল সংখ্যক লোকসমাগম হয় বলে জানা যায়। 

সুতরাং, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিজয়নগরম এলাকার পাইদিমাম্বা উৎসবের একটি ভিডিওকে ইন্টারনেট থেকে সংগ্রহ পূর্বক ‘খুলনার সমাবেশে জনসমুদ্র’ শীর্ষক দাবিসহ ভিন্ন ভিন্ন ক্যাপশনে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img