সম্প্রতি “খুলনায় বাস বন্ধ থাকায় ট্রেনে করে বিএনপির সমাবেশে যাওয়ার চিত্র!” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়,ভিডিওটি খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের যাওয়ার ঘটনার নয় বরং ভিডিওটি ২০১৯ সালের বিশ্ব ইজতেমা শেষে মুসল্লীদের বাড়ি ফেরার।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের Just Train নামের একটি চ্যানেলে ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি “World most dangerous train journey।। Ijtema special train 2019। Bangladesh Railway” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি ২০১৯ সালে তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা উপলক্ষে পরিচালিত স্পেশাল ট্রেন সার্ভিস।
ভিডিওটি বিশ্লেষণ করে খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের যাওয়ার ঘটনার দাবিতে প্রচারিত ভিডিওটির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। বিশ্লেষণে আরও দেখা যায়, ভিডিওতে সংযুক্ত বিএনপির স্লোগানটিও সম্পাদনা করে যুক্ত করা।
এছাড়া ইউটিউবে Train lover নামে আরেকটি ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ১৮ এপ্রিল “World most overcrowded train-Bangladesh Railway”শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
এই ভিডিওটির সঙ্গে খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের যাওয়ার ঘটনার দাবিতে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। এছাড়া এটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ভিডিওটি ২০১৯ সালের ইজতেমা স্পেশাল ট্রেনের।
পরবর্তীতে depositphotos.com নামের একটি ওয়েবসাইটে “Bangladeshi Muslim devotees leave on an overcrowded train after taking part in Akheri Munajat, or final prayers of second phase” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়।
এই ছবিটি থেকে জানা যায়, ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শেষে মুসল্লীরা ট্রেনে করে বাড়ি ফেরার পথের ছবি এটি। এই ছবিটির সঙ্গেও ভিডিওতে থাকা ট্রেনটির ও যাত্রীদের মিল খুঁজে পাওয়া যায়।
মূলত, ২১ শে অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে গণসমাবেশের আগের দিন থেকেই শুরু হয় জেলাটিতে দুই দিনের পরিবহন ধর্মঘট। যার ফলে বাসসহ গণপরিবহন বন্ধ থাকায় সমাবেশে যোগ দিতে বাধা-বিপত্তি ডিঙিয়ে নেতা-কর্মীরা নানাভাবে খুলনার উদ্দেশ্যে রাওনা হয়। এরই প্রেক্ষিতে ২০১৯ সালের টঙ্গী বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ শেষে মুসল্লীদের ট্রেনে করে বাড়ি ফেরার ভিডিওকে সাম্প্রতিক সময়ে ‘খুলনায় বাস বন্ধ থাকলেও থেমে নেই জিয়ার সৈনিকরা’ শীর্ষক শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সুতরাং, ২০১৯ সালের বিশ্ব ইজতেমা শেষে ট্রেনে করে মুসল্লীদের বাড়ি ফেরার সময় ধারণকৃত ভিডিওকে সম্প্রতি ট্রেনে করে বিএনপি নেতাকর্মীদের খুলনায় রওনার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
Just Train: World most dangerous train journey।। Ijtema special train 2019। Bangladesh Railway
depositphotos.com: Bangladeshi Muslim devotees leave on an overcrowded train after taking part in Akheri Munajat, or final prayers of second phase
Train lover: World most overcrowded train-Bangladesh Railway
Daily Prothom Alo: বাধা ঠেলে খুলনামুখী বিএনপির কর্মীরা