সম্প্রতি, বিএনপিকে চাঁদা না দেওয়ায় তেলবাহী গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিএনপিকে চাঁদা না দেওয়ায় তেলবাহী গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, গত ২১ মার্চ টাঙ্গাইলের দেলদুয়ারে লাউহাটি বাজারে তেলের দোকানে আগুনের সূত্রপাতের ঘটনায় লরিসহ আশেপাশের বেশ কিছু দোকান পুড়ে যায়। উক্ত ঘটনার ভিডিও ফুটেজ আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘Razib Hosain’ নামক ফেসবুক অ্যাকাউন্টে গত ২১ মার্চ ‘লাউহাটি বাজারে তেলের দোকানে আগুন লেগেছে তেল উঠানের পাম্প থেকে সর্ট সার্কিট থেকে।’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।
পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অনলাইন সংবাদ মাধ্যম জাগোনিউজ২৪.কম -এর ইউটিউব চ্যানেলে গত ২১ মার্চ ‘টাঙ্গাইলে ২১ দোকান পুড়ে ছাই’ শিরোনামে প্রচারিত একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ২১ মার্চ টাঙ্গাইলের দেলদুয়ারে লাউহাটি বাজারে আগুনের ঘটনা ঘটে। তেলের দোকানের একটি মোটরসাইকেল থেকে আগুনের সূত্রপাত। পরে মুহূর্তে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
দেশ টিভি ও আরটিভি, -এর ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
তবে, আজকের পত্রিকার ওয়েবসাইটে এই বিষয়ে গত ২১ মার্চ ‘টাঙ্গাইলে আগুনে পুড়ল ১৮ দোকান’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তেলের দোকানে লরি থেকে তেল নামানোর সময় আগুনের সূত্রপাত।
প্রতিবেদনগুলোতে এই ঘটনার সাথে বিএনপি কিংবা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা উল্লেখ পাওয়া যায়নি। আগুন লাগার সূত্রপাত হিসেবে ‘তেলের দোকানের একটি মোটরসাইকেল থেকে আগুনের সূত্রপাত’ কিংবা ‘তেলের দোকানে লরি থেকে তেল নামানোর সময় আগুনের সূত্রপাত।’ বলে উল্লেখ রয়েছে।
সুতরাং, বিএনপিকে চাঁদা না দেওয়ায় তেলবাহী গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Razib Hosain : লাউহাটি বাজারে তেলের দোকানে আগুন লেগেছে তেল উঠানের পাম্প থেকে সর্ট সার্কিট থেকে।
- Jago News : টাঙ্গাইলে ২১ দোকান পুড়ে ছাই
- Desh TV : টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ২১ টি দোকান পুড়ে ছাই
- RTV : টাঙ্গাইলে ২১ দোকান পুড়ে ছাই
- Ajker Patrika : টাঙ্গাইলে আগুনে পুড়ল ১৮ দোকান