ছবিটি বিএনপির নেতাকর্মীদের ট্রেনে করে খুলনায় যাওয়ার সময়ের নয়

সম্প্রতি “ইতিহাসের পাতায় লিখা থাকবে খুলনায় বাস বন্ধ ۔۔কিন্তু থেমে নেই জিয়ার সেনারা” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীদের ট্রেনে করে খুলনা রওনা হওয়ার সম্পর্কিত কোন ছবি নয় বরং এটি বিশ্ব ইজতেমা শেষে মুসল্লীদের বাড়ি ফেরার পুরানো ছবি।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম The San diego Union Tribune এ ২০১১ সালের ২৩ জানুয়ারি “Mass prayer at Bangladesh Islamic peace gathering” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়।

ছবিটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ২০১১ সালের ২৩ জানুয়ারি ঢাকার টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত তিনদিনের বিশ্ব ইজতেমা শেষে জনবহুল ট্রেনে করে বাড়ি ফেরার চেষ্টা করছে।

এছাড়া twistedsifter.com নামের একটি ওয়েবসাইটে ২০১১ সালের ২৭ জানুয়ারি “Picture of the Day: Busiest. Train. Ever.” শীর্ষক একটি প্রতিবেদনে একিই শিরোনামে ছবিটি খুঁজে পাওয়া যায়।

মূলত, ২১ শে অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ রয়েছে। গণসমাবেশের আগের দিন শুরু হয় দুই দিনের পরিবহন ধর্মঘট। যার ফলে বাসসহ গণপরিবহন না চলায়, সমাবেশে যোগ দিতে বাধা-বিপত্তি ঠেলে নেতা-কর্মীরা নানাভাবে খুলনার উদ্দেশ্যে রাওনা হচ্ছে। তবে ২০১১ সালের টঙ্গী বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ শেষে মুসল্লীদের ট্রেনে করে বাড়ি ফেরার ছবিকে ‘খুলনায় বাস বন্ধ থাকলেও থেমে নেই জিয়ার সৈনিকরা..’ শীর্ষক শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

সুতরাং, বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ শেষে মুসল্লীদের ট্রেনে করে বাড়ি ফেরার ছবিকে খুলনায় ট্রেনে করে বিএনপি নেতাকর্মীর ভ্রমণের দৃশ্যের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

The San diego Union Tribune: Mass prayer at Bangladesh Islamic peace gathering
twistedsifter.com: Picture of the Day: Busiest. Train. Ever
Daily Prothom Alo: বাধা ঠেলে খুলনামুখী বিএনপির কর্মীরা

আরও পড়ুন

spot_img