গত ০৭ আগস্ট রাত আটটার দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী কুপিয়ে হত্যা করে। এই ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি ‘সরাসরি গাজীপুর থেকে গাজীপুরে সাংবাদিক হত্যা কেউ যাতে প্রতিবাদ মিছিল করতে না পারে,এজন্যই রাতে টহল দিচ্ছে সেনাবাহিনী। গাজীপুরে রাস্তায় প্রতিবাদ করার জন্য বের হলেই সেনাবাহিনী গুলি চালাচ্ছে…’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গাজীপুরের নয় এবং এই ভিডিওর সাথে গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনার কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনকালীন সময়ের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Sayed Rouf নামক এক্স হ্যান্ডেলে ২০২৪ সালের ১৮ জুলাই প্রকাশিত পোস্টে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ভিডিওটির ক্যাপশনে এটিকে রাসেল টাওয়ারের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ভিডিও বলে উল্লেখ করা হয়।
অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
পরবর্তীতে, Mohamod Sanin নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ১৮ জুলাই প্রকাশিত পোস্টে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর স্থান-পারিপার্শ্বিকতা ও বিষয়বস্তুর সাথে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।
ভিডিওটির ক্যাপশনে ঘটনাস্থলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ার বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বেও একই ভিডিও ব্যবহার করে এটিকে ভিন্ন স্থানের ঘটনা দাবি করা হলে তখন দাবিটিকে বিভ্রান্তিকর চিহ্নিত করে বিষয়টি নিয়ে রিউমর স্ক্যানার সেসময় ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনাস্থল গাজীপুরের চান্দনা চৌরাস্তাকে কেন্দ্র করে গাজীপুরের বিভিন্ন সড়কে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। সাংবাদিক হত্যার প্রতিবাদ কর্মসূচি রোধে নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে সেনাবাহিনী টহল জোরদার করেছে বলে গণমাধ্যমগুলো থেকে জানা যায়।
সুতরাং, গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনার প্রতিবাদ কর্মসূচি রোধে সাম্প্রতিক সময়ে গাজীপুরে সেনাবাহিনীর টহল ও গুলি বর্ষণের ভিডিও দাবিতে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ারের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Sayed Rouf – X Post
- Mohamod Sanin – Facebook Post