সম্প্রতি, “এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে অভিযান চালাচ্ছে পুলিশ। সেখানে বিপুল পরিমাণ থানা লুটের অস্ত্র ও দেশিও অস্ত্র পাওয়ার দাবী পুলিশের.. অভিযান চলছে” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে পুলিশের অভিযানের কোনো ঘটনা ঘটে নি। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের কোটা আন্দোলনে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স সার্চ করে ‘BNP Media Cell’ এর ফেসবুক পেজে ২০২৪ সালের ১৬ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

ভিডিওর ক্যাপশনে বলা হয়, ২০২৪ সালের জুলাই ১৬ রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভেতর ঢুকে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগ হামলা চালায়।
একই সময়ে অনলাইন নিউজ পোর্টাল ‘Daily Note24’ এর ফেসবুক পেজেও একই ক্যাপশনে উক্ত ভিডিওটি প্রচার হতে দেখা যায়।
এছাড়া, সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একই তথ্যসংবলিত আলোচিত ভিডিওটি (১,২,৩) খুঁজে পাওয়া যায়।
সুতরাং, ২০২৪ সালের কোটা আন্দোলনে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার দৃশ্যকে সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে পুলিশের অভিযান দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- BNP Media Cell – Facebook Post