সম্প্রতি, ‘ইসরায়েলে হামাসের সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছে বিএনপি এবং ইজরায়েল ও যুক্তরাষ্ট্রের পাশে থাকবে দলটি।‘ শীর্ষক একটি মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন দাবিতে প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের আদলে তৈরি একটি স্ক্রিনশটের মাধ্যমে ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি কর্তৃক হামাসের ইসরায়েলে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানানোর দাবিতে প্রচারিত তথ্যটি ভুয়া এবং প্রথম আলোর ওয়েবসাইটেও এমন কোনো সংবাদ প্রকাশ করা হয়নি। প্রকৃতপক্ষে, “প্রধানমন্ত্রী আমেরিকা থেকে খালি হাতে ঘুরে এসেছেন: মির্জা ফখরুল” শীর্ষক শিরোনামে প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি সংবাদের শিরোনাম বিকৃত করে এই ভুয়া তথ্যটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত স্ক্রিনশটটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। প্রথম আলোর ওয়েবসাইটের প্রতিবেদনের আদলে তৈরি এই স্ক্রিনশটটিতে সংবাদ প্রচারের তারিখ স্পষ্টভাবে বোঝা না গেলেও ০৫ বা ০৬ অক্টোবর, ২০২৩ বলে প্রতীয়মান হচ্ছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে স্ক্রিনশটে থাকা তারিখ এবং প্রথম আলোর লোগোর সূত্র ধরে প্রথম আলোর ওয়েবসাইটে গত ০৫ এবং ০৬ অক্টোবর প্রকাশিত সংবাদগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনামে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে একই ছবি ব্যবহার করে ০৫ অক্টোবর ‘প্রধানমন্ত্রী আমেরিকা থেকে খালি হাতে ঘুরে এসেছেন: মির্জা ফখরুল‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত স্ক্রিনশটের সংবাদের সাথে উক্ত সংবাদের প্রতিবেদকের ক্রেডিট লাইন, ফিচারে থাকা মির্জা ফখরুলের ছবি এবং ছবির নিচে উল্লিখিত ক্যাপশনের হুবহু মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৫ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া খন্দকার ফুড গ্যালারি মাঠে বিএনপির রোডমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উক্ত বক্তব্যের বিষয়ে এই সংবাদটি প্রকাশিত হয়েছে। তবে ফখরুলের বক্তব্যে চলমান ফিলিস্তিন- ইসরায়েল সংঘাত ইস্যু আসেনি।
এটি অবশ্য আসার কথাও নয়। কারণ, চলমান ফিলিস্তিন- ইসরায়েল সংঘাত শুরুই হয়েছে গত ০৭ অক্টোবর। তাই ফখরুলের পক্ষে দুই দিন আগেই এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।
পরবর্তীতে অনুসন্ধানে, চলমান ফিলিস্তিন- ইসরায়েল সংঘাত ইস্যুতে বিএনপি বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক কোনো বক্তব্য বা বিবৃতি দেওয়ার সংবাদ গণমাধ্যমে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবিরের সঙ্গে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানার টিমকে জানান, বিএনপি বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলমান ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত ইস্যুতে কোনো বক্তব্য বা বিবৃতি দেননি।
দাবিটির সূত্রপাত কীভাবে?
ফেসবুকের মনিটরিং টুলসহ একাধিক পদ্ধতিতে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম দেখেছে, গতকাল (০৮ অক্টেবর) সকাল ১১ টা ৪৪ মিনিটে ফেসবুকে Ayesha Rahman নামে একটি অ্যাকাউন্ট থেকে এ বিষয়ে সম্ভাব্য প্রথম পাবলিক পোস্ট করা হয়৷
পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।

আয়শা রহমানের অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে সেখানে গত জুলাইয়ে বিএনপির সমালোচনা করে একটি পোস্ট ছাড়া রাজনৈতিক কোনো পোস্ট পাওয়া যায়নি।
তবে রিউমর স্ক্যানার টিম গত সেপ্টেম্বর একই অ্যাকাউন্ট থেকে একই কায়দায় (প্রথম আলোর সংবাদ বিকৃত করে) বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন‘ শীর্ষক একটি দাবি ছড়িয়ে পড়তে দেখেছিল। সে সময় এ বিষয়ে একটি ফ্যাক্টচেক প্রতিবেদনও প্রকাশ করা হয়েছিল।
মূলত, সম্প্রতি ইসরায়েলে হামাসের সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছে বিএনপি এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাশে থাকবে দলটি শীর্ষক একটি মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন দাবিতে প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের আদলে তৈরি একটি স্ক্রিনশটের মাধ্যমে ফেসবুকে প্রচার করা হয়েছে। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রথম আলো’র ওয়েবসাইটে এমন কোনো সংবাদই প্রকাশিত হয়নি। মির্জা ফখরুলও চলমান ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত ইস্যুতে এই বক্তব্য দেননি। প্রকৃতপক্ষে, প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি সংবাদের শিরোনাম বিকৃত করে এই ভুয়া তথ্যটি প্রচার করা হয়েছে।
প্রসঙ্গত, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত ইস্যুতে সম্প্রতি আরেকটি প্রথম সারির গণমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করে ভুয়া মন্তব্য প্রচার করা হয়।
এ নিয়ে রিউমর স্ক্যানারের অনুসন্ধান পড়ুন-
সুতরাং, জাতীয় দৈনিক প্রথম আলোকে উদ্ধৃত করে ইসরায়েলে হামাসের সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছে বিএনপি শীর্ষক একটি তথ্য মির্জা ফখরুলের মন্তব্য দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- Prothom Alo: প্রধানমন্ত্রী আমেরিকা থেকে খালি হাতে ঘুরে এসেছেন: মির্জা ফখরুল
- Statement of Shairul Kabir, BNP Media Cell
- Rumor Scanner’s Own Analysis