শনিবার, ডিসেম্বর 2, 2023
spot_img

ফিলিস্তিনের শান্তি রক্ষার বিষয়টি বিএনপি’র এজেন্ডায় নেই শীর্ষক কোনো মন্তব্য মির্জা ফখরুল করেননি 

সম্প্রতি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে কথিত বৈঠক শেষে ‘আপাতত ফিলিস্তিনের শান্তি রক্ষার দাবি জানানো আমাদের এজেন্ডায় নেই, আমাদের সকল মনযোগ এক দফা দাবির আন্দোলনে।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইংরেজি জাতীয় দৈনিক ডেইলি স্টারের ফটোকার্ডের ডিজাইন সম্বলিত একটি ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে।

মির্জা ফখরুল

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে, (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ফিলিস্তিনের শান্তি রক্ষার বিষয়টি বিএনপি’র এজেন্ডায় নেই শীর্ষক কোনো মন্তব্য মির্জা ফখরুল করেননি এবং মার্কিন রাষ্ট্রদূতের সাথে ০৮ অক্টোবর তার কোনো বৈঠকও হয়নি। তাছাড়া, ডেইলি স্টারও এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। 

দাবিটির সত্যতা যাচাইয়ে ফটোকার্ডটিতে থাকা তারিখ ও ডেইলি স্টারের লোগোর সূত্রে গণমাধ্যমটির বাংলা সংস্করণের ফেসবুক পেজে গতকাল (০৮ অক্টোবর) জাতীয়, আন্তর্জাতিক ও খেলাধুলা মিলিয়ে গণমাধ্যমটি কর্তৃক প্রকাশিত ১১ টি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। তবে এসব ফটোকার্ডের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। 

পাশাপাশি গণমাধ্যমটির ওয়েবসাইট ঘুরেও এমন কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

এ পর্যায়ে রিউমর স্ক্যানার টিম ০৮ অক্টোবর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে মার্কিন রাষ্ট্রদূতের কোনো বৈঠক হয়েছে কি না তা যাচাই করে। 

তবে এ নিয়ে অনুসন্ধানে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ, বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক, বাংলাদেশস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজসহ কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম সূত্রে মার্কিন রাষ্ট্রদূতের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক নিয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

পরবর্তীতে বিষয়টি নিয়ে অধিকতর যাচাইয়ের জন্য রিউমর স্ক্যানার টিম বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবিরের সঙ্গে যোগাযোগ করে। 

তিনি রিউমর স্ক্যানারকে বলেন, পিটার হাসের সাথে এমন কোনো বৈঠক হয়নি। এগুলো অসৎ উদ্দেশ্যে তৈরি করা। এরকম অসৎ উদ্দেশ্য থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি।

পাশাপাশি ডেইলি স্টারের বাংলা সংস্করণের সম্পাদক গোলাম মোর্তোজা ফটোকার্ডটি সম্পর্কে রিউমর স্ক্যানারকে বলেন, “ডেইলি স্টার এমন কোনো প্রতিবেদন বা ফটোকার্ড প্রকাশ করেনি। এটা শতভাগ মিথ্যা প্রপাগান্ডা। যার সঙ্গে ডেইলি স্টারের কোনো সম্পর্ক নেই।”

মূলত, গত ০৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা শুরু করে। এ ঘটনাকে কেন্দ্র করে গত ০৮ অক্টোবর জাতীয় দৈনিক ডেইলি স্টারের একটি ফটোকার্ড ব্যবহার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক শেষে ‘আপাতত ফিলিস্তিনের শান্তি রক্ষার দাবি জানানো আমাদের এজেন্ডায় নেই, আমাদের সকল মনযোগ এক দফা দাবির আন্দোলনে।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ফেসবুকে একটি তথ্য প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যায়, ডেইলি স্টারে এমন ফটোকার্ড বা সংবাদ প্রকাশিত হয়নি। পাশাপাশি এদিন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের কোনো বৈঠকও হয়নি। 

সুতরাং, ফিলিস্তিনের শান্তি রক্ষার বিষয়টি বিএনপি’র এজেন্ডায় নেই বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল শীর্ষক দাবিতে ফেসবুকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং এ বিষয়ে প্রচারিত ফটোকার্ডটিও বিকৃত বা এডিটেড।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img