সম্প্রতি পুলিশের ওপর বিএনপি নেতা-কর্মীদের হামলার ছবি দাবিতে পুরোনো ছবি প্রচার

সম্প্রতি, আজকের বিএনপির সন্ত্রাসী কর্মকান্ডের এক ঝলক। তারা তাদের আসল চরিত্রে ফিরে আসছে! শীর্ষক দাবিতে পুলিশের ওপর হামলার তিনটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

এ বিষয়ে এমপি মোহাম্মদ আলী আরাফাতের টুইটারে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের ওপর বিএনপির নেতা-কর্মীদের হামলার ছবির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই ছবিগুলো সাম্প্রতিক সময়ের নয় বরং ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো এই ছবিগুলোকে সাম্প্রতিক সময়ের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে। 

ছবি যাচাই- ১

সাম্প্রতিক সময়ে বিএনপির আন্দোলনে পুলিশের ওপর হামলার ছবি দাবিতে এই ছবিটি প্রচার করা হচ্ছে। 

কিন্তু, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম Jagonews24 এর ওয়েবসাইটে ২০১৫ সালের ২৩ জানুয়ারি “আবারো নাশকতাকারীদের টার্গেট পুলিশ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Jagonews24

উক্ত প্রতিবেদনে ছবিটি তোলার সময় এবং সময় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য না থাকলেও এটি নিশ্চিত বলা যায় যে, এটি ২০১৫ সালের ২৩ জানুয়ারি বা পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ সরকার বিরোধী কোনো কর্মসূচি থেকে ধারণ করা।

অর্থাৎ, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। 

ছবি যাচাই- ২

সাম্প্রতিক সময়ে বিএনপির আন্দোলনের সময়ের ছবি দাবিতে এই ছবিটি প্রচার করা হচ্ছে। 

কিন্তু, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দৈনিক জনকণ্ঠে ২০২২ সালের ৩০ ডিসেম্বর “পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ, আটক ১১” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Daily Janakantha

প্রতিবেদন থেকে জানা যায়, ছবিটি সেসময় রাজধানীর মালিবাগ এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় ধারণকৃত।

অর্থাৎ, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। 

ছবি যাচাই-৩ 

সাম্প্রতিক সময়ে বিএনপির আন্দোলনের সময় পুলিশের গাড়িতে হামলার ছবি দাবিতে এই ছবিটি প্রচার করা হচ্ছে। 

কিন্তু, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে অনলাইন পোর্টাল BNA News24 এর ওয়েবসাইটে ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি “শাহবাগে পুলিশের উপর হামলা: প্রতিবেদন ১৩ মার্চ” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: BNA News24

প্রতিবেদন থেকে জানা যায়, ছবিটি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর তদন্ত ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগে মশাল মিছিলের চলাকালে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় তোলা। 

অর্থাৎ, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। 

মূলত, গত ৩০ জুলাই সরকারের পদত্যাগের একদফা দাবিতে রাজধানীর প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। এই কর্মসূচি চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে বিএনপি নেতা-কর্মী ছাড়াও ২০ পুলিশ সদস্য আহত হন। পরবর্তীতে ঐ সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর বিএনপি নেতা কর্মীদের হামলার ছবি দাবিতে তিনটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিগুলো সাম্প্রতিক সময়ের ঘটনার নয়। প্রকৃতপক্ষে এগুলো পুরোনো ভিন্ন ভিন্ন ঘটনায় ধারণকৃত এই ছবিগুলো সাম্প্রতিক সময়ের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, রাজধানীতে বিএনপির কর্মসূচিকে ঘিরে ইন্টারনেটে প্রচারিত বেশকিছু ছবিকে ইতিমধ্যে বিভ্রান্তিকর হিসাবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, তিনটি পুরোনো ছবিকে সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর বিএনপি নেতা-কর্মীদের হামলার ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img