গত ০৯ মে গ্রেপ্তার হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আইভীর বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে দিয়ে ক্যাপশনে দাবি করা হচ্ছে, আইভী জামিনে মুক্ত হয়েছেন। আরেকটি ভিডিও দিয়ে দাবি করা হচ্ছে, জামিনে ছাড়া পেয়ে সেলিনা হায়াৎ আইভি গুরুত্বপূর্ণ কিছু কথা।

প্রথম ভিডিও সম্বলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
দ্বিতীয় ভিডিও সম্বলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে।
একই ভিডিও টিকটকে দেখুন এখানে, এখানে।
এক্সে প্রচারিয় পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং আইভী জামিনে মুক্তিও পাননি বরং, গত ০৯ মে গ্রেপ্তারের সময় গণমাধ্যমে দেওয়া তার বক্তব্যের এবং ২০২২ সালে নারায়ণগন্জ সিটি করপোরেশনে নব নির্বাচিত মেয়র হিসেবে ভার্চুয়াল সংলাপে বক্তব্যের ভিডিওকে সাম্প্রতিক প্রেক্ষাপটে প্রচার করা হচ্ছে।
প্রথম ভিডিও যাচাই
এ বিষয়ে অনুসন্ধানে ইউটিউবে গত ০৯ মে মূলধারার সংবাদমাধ্যম চ্যানেল২৪ এর চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওতে আইভীকে ‘জয় বাংলা’ বলা অপরাধ হলে, আমি সেই অপরাধে অপরাধী হতে চাই শীর্ষক মন্তব্য করতে দেখা যায়।

জাতীয় দৈনিক ইত্তেফাকের সে সময়ের এক সংবাদ থেকে জানা যায়, সেদিন প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর গ্রেপ্তার করা হয় ডা. সেলিনা হায়াৎ আইভীকে। এ সময়ও আইভীর বাড়ির সামনে বিপুলসংখ্যক সমর্থক অবস্থান করছিলেন। পুলিশের ভ্যানে ওঠার আগে আইভী সাংবাদিকদের বলেন, ‘আমি জানি না আমাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে? আমার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে জানিয়েছে প্রশাসন, কিন্তু আমাকে দেখাতে পারেনি। আমি ২১ বছর সকল কিছুর উর্ধ্বে থেকে নারায়ণগঞ্জবাসীকে সেবা দিয়েছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলা যদি অপরাধ হয়, তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই।’
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক নয়, গত মে মাসে আইভীকে গ্রেপ্তারের সময়ের।
দ্বিতীয় ভিডিও যাচাই
এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে ২০২২ সালের ২২ জানুয়ারি মূলধারার সংবাদমাধ্যম ডিবিসি নিউজের পেজে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। সে সময়ে নারায়ণগন্জ সিটি করপোরেশনে নব নির্বাচিত মেয়র হিসেবে সিপিডির আয়োজনে ভার্চুয়াল সংলাপে বক্তব্য দেওয়ার ভিডিও এটি।

অর্থাৎ, এই ভিডিওটিও সাম্প্রতিক নয়, ২০২২ সালের।
তাছাড়া, আইভীর আইনজীবী আওলাদ হোসেন রিউমর স্ক্যানারকে জানিয়েছেন, তার জামিনের খবরটি ভুয়া। জামিন শুনানি দেড় মাস পরে হতে পারে। বর্তমানে তিনি কারাগারেই আছেন।
সুতরাং, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তির ভুয়া দাবিতে দুইটি পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Channel24: YouTube Video
- ডিবিসি নিউজ: Facebook Video