গতকাল (২৯ জুলাই) রাজধানীতে বিএনপির অবস্থান কর্মসূচী ও যুবলীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে একাধিক বাসে আগুন দেওয়ার ঘটনার সাথে ভিক্টর ক্লাসিক নামে একটি গণপরিবহনে আগুন দেওয়ার ছবিকে গতকালের ঘটনার দাবিতে প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে গণমাধ্যমের ফেসবুক পোস্ট দেখুন ঢাকা প্রকাশ।
উক্ত দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও গতকাল (২৯ জুলাই) তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত এক টুইটে একই ছবি ব্যবহার করে ক্যাপশনে এটি গতকালের ঘটনার বলে দাবি করেছেন।
এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে দাবি করেন, সদরঘাটে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনে অগ্নিসংযোগ করেছে বিএনপি নেতা–কর্মীরা।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ভিক্টর ক্লাসিক বাসে আগুন দেওয়ার ছবিটি গতকালের নয় এবং গতকাল ভিক্টর ক্লাসিকের কোনো বাসও অগ্নিকান্ডের শিকার হয়নি বরং ২০২০ সালে ভিক্টর ক্লাসিক বাসে অগ্নিকাণ্ডের একটি ছবিকে গতকালের ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ওয়েবসাইটে ২০২০ সালের ১৩ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।
কালের কন্ঠের প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে করোনাভাইরাস মহামারির মধ্যে রাজধানীতে ১২ নভেম্বর দাঁড়িয়ে থাকা ও চলন্ত ১১টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভিক্টর বাসে আগুন দেওয়ার এই ঘটনাটি ঘটে রাজধানীর প্রগতি সরণির কোকা-কোলা এলাকায়।
উল্লেখ্য, গতকাল (২৯ জুলাই) ঢাকার প্রবেশমুখগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচী ও যুবলীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে একাধিক বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা পর্যন্ত (যেহেতু ভিক্টরে অগ্নিকাণ্ডের ছবিটি দিনের) অগ্নিকান্ডের শিকার হওয়া বাসগুলোর মধ্যে রয়েছে তিশা পরিবহন, তুরাগ পরিবহন, স্বদেশ পরিবহন, বিকাশ পরিবহন, ওয়েলকাম পরিবহন। এসব ঘটনায় ভিক্টর ক্লাসিকের কোনো বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।
মূলত, গতকাল (২৯ জুলাই) রাজধানীতে বিএনপি ও যুবলীগের কর্মসূচিকে কেন্দ্র করে একাধিক বাসে আগুন দেওয়ার ঘটনায় ভিক্টর ক্লাসিক নামে একটি গণপরিবহনে আগুন দেওয়ার ছবিকে গতকালের ঘটনার দাবিতে প্রচার করা হচ্ছে। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিটি সঠিক নয়। গতকাল ভিক্টর ক্লাসিকের কোনো বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ২০২০ সালের ১২ নভেম্বর রাজধানীর প্রগতি সরণির কোকা-কোলা এলাকায় ভিক্টর বাসে আগুন দেওয়ার ঘটনার ছবিকে গতকালের ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে।
সুতরাং, ২০২০ সালে ভিক্টর ক্লাসিক বাসে আগুন দেওয়ার পুরোনো ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Kaler Kantho: ঢাকায় হঠাৎ আগুন সন্ত্রাস
- Bdnews24: মাতুয়াইলে ৩টি বাসে আগুন