বিএনপির অবস্থান কর্মসূচিতে সাংবাদিকের ওপর পুলিশের হামলা দাবিতে পুরানো ছবি প্রচার

সম্প্রতি, বিএনপির অবস্থান কর্মসূচির সময়ে ভিডিও করার দায়ে সাংবাদিকের ওপর পুলিশের হামলার দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট  (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ)।

টুইটারে প্রচারিত এমন একটি টুইট দেখুন (টুইট)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পুলিশ কর্তৃক সাংবাদিককে মারধরের ছবিটি বিএনপির সাম্প্রতিক অবস্থান কর্মসূচির নয়। প্রকৃতপক্ষে ছবিটি ২০১৮ সালের ২৩ এপ্রিল নয়াপল্টনে বিএনপির এক কর্মসূচির সংবাদ সংগ্রহকালে পুলিশ কর্তৃক ‘বাংলা টিভি’র প্রতিবেদক আরমান কায়সারকে হেনস্তার ঘটনার।

দাবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা ট্রিবিউনে ২০১৮ সালের ২৪ এপ্রিল ‘DMP chief promises action against police for assaulting journalists UNB’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Dhaka Tribune

প্রতিবেদনটি থেকে জানা যায়,  ২০১৮ সালের ২৩ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে বিএনপি। সেই কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের মতিঝিল বিভাগের তৎকালীন উপ-কমিশনার আনোয়ার হোসেন কর্তৃক হেনস্তার  শিকার হন  ‘বাংলা টিভি’র প্রতিবেদক আরমান কায়সার ও ক্যামেরা পারসন মানিক। 

এছাড়া আরেকটি অনলাইন পোর্টাল জাগো নিউজ২৪ এ একইদিনে ‘ডিসি আনোয়ারের শাস্তির দাবিতে ডিএমপি’র গেটে সাংবাদিকদের অবস্থান’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Jago News24

প্রতিবেদনটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র তৎকালীন কমিশনার আছাদুজ্জামান মিয়াকে সাংবাদিকদের দেওয়া একটি স্মারকলিপিকে উদ্ধৃত করে বলা হয়, ‘নয়াপল্টন এলাকায় বিএনপির মিছিলের সংবাদ সংগ্রহের সময় বাংলা টিভির রিপোর্টার আরমান ও ক্যামেরাপারসন মানিক নির্যাতনের শিকার হন। এতে নেতৃত্ব দেন পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন ও তার ফোর্স।’

অর্থাৎ বিএনপির অবস্থান কর্মসূচির সময়ে ভিডিও করার অভিযোগে সাংবাদিকের ওপর পুলিশের হামলার দাবিতে প্রচারিত ছবিটি পুরানো। 

প্রসঙ্গত, গত ২৭ জুলাই বিএনপির কার্যালয়ের সামনে সংবাদ সংগ্রহের সময় দৈনিক শেয়ার বিজ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক বীর সাহাবীর মোবাইল কেড়ে নেন ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল, মতিঝিল) আব্দুল্লাহ আল মামুন। অবশ্য পরে অন্যান্য সাংবাদিকদের অনুরোধে তাকে মোবাইলটি ফেরত দেওয়া হয়।  

মূলত, গত ২৯ জুলাই বিএনপি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনসহ বিভিন্ন দাবিতে ঢাকার সব প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়। এ কর্মসূচি চলাকালে ঢাকার বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে বিএনপি নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এই কর্মসূচির সময়ে ভিডিও করার দায়ে সাংবাদিকের ওপর পুলিশের হামলার দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে দেখা যায়, এটি ২০১৮ সালের ২৩ এপ্রিলে পুলিশ কর্তৃক সাংবাদিক হেনস্তার একটি ঘটনার পুরোনো ছবি।

সুতরাং, বিএনপির অবস্থান কর্মসূচির সময়ে ভিডিও করার অভিযোগে পুলিশ কর্তৃক  সাংবাদিকের ওপর হামলার দাবিতে একটি পুরানো ছবি প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img