আগামী ০৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই প্রেক্ষিতে “ডাকসু নির্বাচনের প্রচারণা কেন্দ্র করে শিবির এবং ছাত্রদলের মধ্যে সংঘর্ষ চলছে” দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডাকসু নির্বাচনকে ঘিরে সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
শিবির এবং ছাত্রদলের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, চলতি বছরের ১৩ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রদলকর্মী ও বহিরাগতদের হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এটি সেই ঘটনারই দৃশ্য।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Abu Talha’ নামক ফেসবুক অ্যাকাউন্টে গত ১৩ মার্চে একই ঘটনার অনুরূপ ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ক্যাপশনে এটিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রদলকর্মী ও বহিরাগতদের হামলার ঘটনা বলে উল্লেখ করা হয় এবং এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয় বলেও দাবি করা হয়।

উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ডিবিসি নিউজের ফেসবুক পেজে একই তারিখে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যাবলীর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে এবং ভিডিওর ক্যাপশনে এটিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, সময় টিভির ওয়েবসাইটে গত ১৪ মার্চে ‘চবিতে ছাত্রদল ও বহিরাগতদের হামলা, সাধারণ শিক্ষার্থীরা আহত’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের ফিচারে ব্যবহৃত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

প্রতিবেদনটির বিস্তারিত অংশ থেকে জানা যায়, গত ১৩ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুরাতন আইইআর ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে। ছাত্রদলকর্মী ও বহিরাগতদের এই হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে ঐ সময়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগীরা।
অর্থাৎ, এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে, ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা ডাকসু নির্বাচন কেন্দ্রিক কোনো সংঘর্ষের নয়।
এছাড়া, ডাকসু নির্বাচনের প্রচারণা ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি শিবির এবং ছাত্রদলের মধ্যে এরূপ কোনো সংঘর্ষের ঘটনা ঘটলে স্বাভাবিকভাবে গণমাধ্যমে খবর প্রচার হতো। তবে এক্ষেত্রে গণমাধ্যম এবং নির্ভরযোগ্য সূত্রেও ঢাবিতে এমন কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
সুতরাং, চলতি বছরের মার্চ মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ঘটনার ভিডিওকে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের প্রচারণা ঘিরে শিবির এবং ছাত্রদলের মধ্যকার সংঘর্ষ দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Abu Talha: Facebook Video
- DBC NEWS Daily: Facebook Video
- Somoy Tv News: চবিতে ছাত্রদল ও বহিরাগতদের হামলা, সাধারণ শিক্ষার্থীরা আহত