গোপালগঞ্জে গণহত্যার অভিযোগ এনে এর প্রতিবাদে আজ (২০ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক হরতাল আহ্বান করেছে আওয়ামী লীগের চার সংগঠন – যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ প্রেক্ষিতে, “ব্রেকিং নিউজ এই মুহূর্তে রাজধানীতে হরতাল কর্মসূচি চলতেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি আজ ২০ জুলাই (রবিবার) রাজধানীতে আওয়ামী লীগের হরতাল পালনের দৃশ্যের নয় বরং, এটি ২০২৪ সালে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওর কী-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে ‘Joyanto Roy’ নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর “বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল…. সংখ্যালঘুদের ৮ দফা অধিকার আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবেই….. #Date:20 September 2024” প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

এছাড়া, অনলাইন গণমাধ্যম দ্যা ডেইলি ক্যাম্পাস এর ফেসবুক অ্যাকাউন্টে গত ২০ সেপ্টেম্বর “ঢাবিতে সংখ্যালঘু অধিকার আন্দোলনে মশাল মিছিল” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিন্ন ফ্রেমের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
তবে উক্ত মিছিলের ভিডিওতে, “অবৈধ সরকার, মানিনা মানবো না। অবৈধ প্রজ্ঞাপন মানিনা মাববো না। শেখ হাসিনার সরকার, বার বার দরকার। শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়িনাই। শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে। ছাত্রলীগ লড়বে, শেখ হাসিনা আসবে।” শীর্ষক স্লোগান শোনা যায়নি।
অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে গত ২০ সেপ্টেম্বর “৮ দফা দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিল” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি বৃদ্ধি ও সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিচারসহ ৮ দফা দাবিতে মশাল মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
অর্থাৎ, আলোচিত ভিডিওতে ভিন্ন কর্মসূচির স্লোগানের অডিও যুক্ত করে সাম্প্রতিক গোপালগঞ্জে গণহত্যার অভিযোগে রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বেও একই ভিডিওটি বিভিন্ন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন (১,২)প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, গোপালগঞ্জে গণহত্যার অভিযোগে রাজধানীতে আওয়ামী লীগের হরতাল পালনের দৃশ্য দাবিতে ২০২৪ সালে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Joyanto Roy – Facebook Post
- The Daily Campus – ঢাবিতে সংখ্যালঘু অধিকার আন্দোলনে মশাল মিছিল
- Bangla Tribune – ৮ দফা দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিল