গত ০৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগে সরকারের পতন হয়। এরপর গত ০৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
ক্ষমতা হারানোর পরই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা৷ এরপর থেকে তাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জ, ঢাকা, চট্টগ্রামসহ দেশের কয়েকটি এলাকায় বিছিন্নভাবে কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগসহ এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা। সম্প্রতি, “অবৈধ সরকার, মানিনা মানবো না। অবৈধ প্রজ্ঞাপন মানিনা মাববো না। শেখ হাসিনার সরকার, বার বার দরকার” শীর্ষক একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ভিডিওতে থাকা জনতাকে বলতে শোনা যায়, অবৈধ সরকার, মানিনা মানবো না। অবৈধ প্রজ্ঞাপন মানিনা মাববো না। শেখ হাসিনার সরকার, বার বার দরকার। শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়িনাই। শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে। ছাত্রলীগ লড়বে, শেখ হাসিনা আসবে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় একই ভিডিওর একটি লিংক তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট (আর্কাইভ) করেন।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “অবৈধ সরকার, মানিনা মানবো না। অবৈধ প্রজ্ঞাপন মানিনা মাববো না। শেখ হাসিনার সরকার, বার বার দরকার” শীর্ষক স্লোগানের সম্বলিত মিছিলের এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি গত সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংখ্যালঘুদের আন্দোলনের ভিডিও। যাতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিন্ন অডিও যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে অনলাইন গণমাধ্যম দ্যা ডেইলি ক্যাম্পাস এর ফেসবুক অ্যাকাউন্টে গত ২০ সেপ্টেম্বর “ঢাবিতে সংখ্যালঘু অধিকার আন্দোলনে মশাল মিছিল” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়।
ভিডিও থেকে জানা যায়, এটি গত ২০ সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংখ্যালঘুদের অধিকার আন্দোলনের মশাল মিছিলের ভিডিও।
তবে উক্ত মিছিলের ভিডিওতে, “অবৈধ সরকার, মানিনা মানবো না। অবৈধ প্রজ্ঞাপন মানিনা মাববো না। শেখ হাসিনার সরকার, বার বার দরকার। শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়িনাই। শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে। ছাত্রলীগ লড়বে, শেখ হাসিনা আসবে।” শীর্ষক স্লোগান শোনা যায়নি।
অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে গত ২০ সেপ্টেম্বর “৮ দফা দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিল” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি বৃদ্ধি ও সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিচারসহ ৮ দফা দাবিতে মশাল মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
অর্থাৎ, আলোচিত ভিডিওতে ভিন্ন কর্মসূচির স্লোগানের অডিও যুক্ত করে সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী মিছিলের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে।
সুতরাং, “অবৈধ সরকার, মানিনা মানবো না।” শীর্ষক অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী স্লোগানের সাম্প্রতিক ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটির অডিওটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- The Daily Campus – ঢাবিতে সংখ্যালঘু অধিকার আন্দোলনে মশাল মিছিল
- Bangla Tribune – ৮ দফা দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিল