গত ২৮ জানুয়ারি রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ফেব্রুয়ারি মাসজুড়ে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা করা হয়। কর্মসূচিগুলোর মধ্যে একটি ছিল আজ ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল। এরই প্রেক্ষিতে, গতকাল ১৭ ফেব্রুয়ারি রাতে “আজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলছে মশাল মিছিল।” শীর্ষক একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়।
ভিডিওতে থাকা জনতাকে বলতে শোনা যায়, “অবৈধ সরকার, মানিনা মানবো না। অবৈধ প্রজ্ঞাপন মানিনা মাববো না। শেখ হাসিনার সরকার, বার বার দরকার। শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়িনাই। শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে। ছাত্রলীগ লড়বে, শেখ হাসিনা আসবে।”

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আজ ১৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের হরতাল সমর্থনে গতকাল রাতে দেশের বিভিন্ন স্থানে মশাল মিছিল হলেও প্রচারিত ভিডিওটি গতকাল রাতের কোনো মিছিলের নয় বরং এটি গত বছরের সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংখ্যালঘুদের আন্দোলনের ভিডিও। যাতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিন্ন অডিও যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে অনলাইন গণমাধ্যম দ্যা ডেইলি ক্যাম্পাস এর ফেসবুক অ্যাকাউন্টে গত ২০ সেপ্টেম্বর “ঢাবিতে সংখ্যালঘু অধিকার আন্দোলনে মশাল মিছিল” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়।

ভিডিও থেকে জানা যায়, এটি গত ২০ সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংখ্যালঘুদের অধিকার আন্দোলনের মশাল মিছিলের ভিডিও।
তবে উক্ত মিছিলের ভিডিওতে, “অবৈধ সরকার, মানিনা মানবো না। অবৈধ প্রজ্ঞাপন মানিনা মাববো না। শেখ হাসিনার সরকার, বার বার দরকার। শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়িনাই। শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে। ছাত্রলীগ লড়বে, শেখ হাসিনা আসবে।” শীর্ষক স্লোগান শোনা যায়নি।
অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে গত ২০ সেপ্টেম্বর “৮ দফা দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিল” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি বৃদ্ধি ও সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিচারসহ ৮ দফা দাবিতে মশাল মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
অর্থাৎ, আলোচিত ভিডিওতে ভিন্ন কর্মসূচির স্লোগানের অডিও যুক্ত করে ১৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের হরতাল সমর্থনে ১৭ ফেব্রুয়ারি রাতের মশাল মিছিলের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে।
তবে, প্রচারিত ভিডিওটি গতকাল রাতে আওয়ামী লীগের মশাল মিছিলের কোনো দৃশ্যের না হলেও গতকাল রাতে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের হরতাল সমর্থনে মশাল মিছিলের খবর (১,২,৩) পাওয়া গেছে।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী মিছিল দাবিতে একই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রিউমর স্ক্যানার সেসময় এ বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।
সুতরাং, গতকাল ১৭ ফেব্রুয়ারি রাতে আওয়ামী লীগের মশাল মিছিলের ভিডিও দাবিতে গত বছরের সেপ্টেম্বরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংখ্যালঘুদের আন্দোলনের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- The Daily Campus – ঢাবিতে সংখ্যালঘু অধিকার আন্দোলনে মশাল মিছিল
- Bangla Tribune – ৮ দফা দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিল
- Bangladesh Awami League- Official Facebook Page