সম্প্রতি, বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম জুয়ার অ্যাপের প্রচারণা করছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। ভিডিওতে মুশফিকুর রহিমকে তার বন্ধু সাহিব আল হাসানের তৈরি নতুন অ্যাপ দাবিতে জুয়ার অ্যাপের প্রচারণা চালাতে দেখা যায়।
ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ক্রিকেটার মুশফিকুর রহিম Banger Casino নামের জুয়ার অ্যাপের প্রচারণা করেননি। বরং, তার ফেসবুক পেজে আপলোড করা পুরোনো একটি ভিডিওর কিছু অংশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তার সাথে ভিন্ন অডিও এবং জুয়ার বিজ্ঞাপন যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে জুয়ার বিজ্ঞাপনে ব্যবহৃত মুশফিকুর রহিমের ভিডিও ক্লিপটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে তার অফিশিয়াল ফেসবুক পেজে ২০২১ সালের ২৭ মে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়ের পর মুশফিকুর রহিম সবাইকে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলা ও সতর্ক থাকার আহ্বান জানান।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত জুয়ার বিজ্ঞাপনে ব্যবহৃত মুশফিকুর রহিমের ভিডিও ক্লিপের সাথে উক্ত ভিডিওর বেশকিছু অংশের হুবহু মিল রয়েছে। দুটো ভিডিওতেই তার পোশাক, দাঁড়ানোর ধরন এবং পেছনের দেয়ালের মিল রয়েছে। অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় উক্ত ভিডিওটিতে অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অর্থাৎ, মুশফিকুর রহিমের সম্পূর্ণ ভিন্ন একটি ভিডিওর সাথে জুয়ার বিজ্ঞাপনের অডিও ও ভিডিও যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। যার সাথে মুশফিকুর রহিমের কোনো প্রকার সম্পর্ক নেই।
ভিডিওটি প্রচার করা ফেসবুক পেজ সম্পর্কে যা জানা যায়
আলোচিত জুয়ার বিজ্ঞাপনটি Meong4 (আর্কাইভ) নামের পেজ থেকে প্রচার করা হয়েছে। পেজটি পর্যালোচনা করে দেখা যায় পেজে উল্লেখযোগ্য কোনো পোস্ট নেই এবং জুয়ার ভিডিওটি ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করা হচ্ছে। এছাড়াও পেজের ট্রান্সপারেন্সি সেকশন যাচাই করে দেখা যায়, পেজটি ভিয়েতনাম থেকে পরিচালিত হচ্ছে। পাশাপাশি জানা যায় উক্ত পেজটি ২০২২ সালের ১৭ আগস্ট তৈরি করা হয়েছে।
মূলত, ক্রিকেটার মুশফিকুর রহিম তার ভেরিফাইড ফেসবুক পেজে ২০২১ সালের ২৭ মে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়ের পর করোনাকালীন সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও সুস্থ থাকার আহ্বান জানিয়ে ভিডিও প্রচার করেন। সম্প্রতি উক্ত ভিডিওর কিছু অংশ কাট করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তার সাথে ভিন্ন একটি অডিও ও জুয়ার অ্যাপের প্রচারণার ভিডিও যুক্ত করে দাবি করা হচ্ছে, মুশফিকুর রহিম জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নিয়েছেন। প্রকৃতপক্ষে, মুশফিকুর রহিম এমন কোনো জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নেননি।
উল্লেখ্য, পূর্বেও একাধিকবার ক্রিকেটার মুশফিকুর রহিমকে জড়িয়ে জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নেওয়ার দাবি প্রচার করা হলে সেগুলো প্রতারণা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। (১, ২)
সুতরাং, মুশফিকুর রহিম Banger Casino নামের অনলাইন জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নিয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং বিষয়টি স্ক্যাম বা প্রতারণা।
তথ্যসূত্র
- Mushfiqur Rahim: Facebook Post
- Rumor Scanner’s Own Analysis