সম্প্রতি, ক্রিকেটার মুশফিকুর রহিম জুয়ার অ্যাপের প্রচারণা করছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি প্রায় ২ হাজার একশত বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় ২ হাজার নয় শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং শেয়ার করা হয়েছে ২০ বার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মুশফিকুর রহিম জুয়ার অ্যাপের প্রচারণা করেননি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ভিন্ন প্রেক্ষাপটে এনটিভিতে মুশফিকুর রহিমের দেওয়া একটি ভিডিও সাক্ষাৎকারের কিছু অংশের সাথে ভিন্ন ঘটনার অডিও এবং জুয়ার বিজ্ঞাপন যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। ভিডিওটির শুরুতে মুশফিকুর রহিমকে বলতে শোনা যায়, “শুভ অপরাহ্ণ বন্ধুরা। আমার বন্ধু সাকিব আল হাসান একটি নতুন অ্যাপ বাংগের উন্মোচন করেছেন। আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, এটি একটি পুরোপুরি নতুন খেলা। ক্রেজি টাইম ভিত্তিক। এটি তোমাদের সকলের পছন্দ হবে। আমি নিজেই এক সপ্তাহের বেশি খেলছি। অ্যাপ্লিকেশনটির প্রতিটি তোমার জন্য সম্পূর্ণ নিরাপদ। সহজে নিবন্ধন করুন। পাঁচশত টাকার বেশি ব্যালেন্স দিয়ে শুরু করতে সুবিধাজনক। একইদিনে তুমি তোমার ব্যালেন্সকে দশ, পঞ্চাশ, একশতগুন করতে পারবে। প্রতিদিন খেল এবং জিত। খেলার এক মাস পরেই অনেকেই তার মাতার জন্য গাড়ি এবং বাড়ি কিনে ফেলে। শুধু আজকে যখন তুমি নিবন্ধন করবে তখন তুমি একটি সুপার বোনাস পাবে, যা দিয়ে তুমি খেলা শুরু করতে পারবে।”
পরবর্তীতে আলোচিত ভিডিওটির সত্যতা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি ইলেক্ট্রনিক গণমাধ্যম এনটিভির ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর “Keeping helps batting Mushfiqur Rahim” শীর্ষক শিরোনামে প্রকাশিত মুশফিকুর রহিমের একটি সাক্ষাৎকার খুঁজে পাওয়া যায়।
মুশফিকুর রহিমের উক্ত সাক্ষাৎকারের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর অডিও ব্যতীত ফুটেজের বাম দিক থেকে মিরর করা অবস্থায় হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
ভিডিও থেকে জানা যায়, সেসময় মুশফিকুর রহিম এনটিভির স্পোর্টস এডিটর নাসিমুল হাসানের সাথে তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কথা বলেন। নাসিমুল হাসান মুশফিকুর রহিমকে প্রশ্ন করেন, “আপনি কিপিং করলে ব্যাটিংটা ভালো করেন যদি আপনি কিপিং এ না থাকেন শুধু ব্যাটসম্যান হিসেবে দলে থাকেন, এটা কি আপনার জন্য প্রেশার পরে?”
জবাবে মুশফিক বলেন, “না খুব একটা প্রেশার না। বাট এটলিস্ট আপনি যখন একটা সাইট করবেন আর আমার এভারেজ ৫০ ও না যে কন্সটেন্টলি অনেক রান করছি। অভিয়াসলি এটা একটা ডিফ্রেন্ট ফিলিংস আমার জন্য। আরেকটু সময় হয়তো লাগবে বাট সবসময় সময় যেটা বলি কিপিং করলে অনেক হেল্প পাওয়া যায় আমি দেখতে পারি ওইকেট হচ্ছে বা বোলার কি করছে। হোপফুল্লি ইন ফিউচারে আমি এটা চিন্তা করে দেখবো।
উক্ত সাক্ষাৎকারে মুশফিকুর রহিম চাপের মুখে খেলা, তার ক্যারিয়ার, শ্রীলংকান ক্রিকেটার সাঙ্গাকারা এবং বাংলাদেশ দল নিয়ে তিনি কথা বলেন। তবে এই ভিডিওতে তিনি জুয়ার অ্যাপের বিষয়ে কোনো কথা বলেন নি।
আলোচিত ভিডিও প্রচার করা পেজ সম্পর্কে যা জানা গেল।
আলোচ্য ভিডিওটি প্রচার করা ফেসবুক পেজে ক্যাসিনো সম্পর্কিত একাধিক পোস্ট (১, ২) লক্ষ্য করা যায়।
তথ্য গোপন রাখায় পেজটির ট্রান্সপারেন্সি সেকশন যাচাই করে পেজটি কোন দেশ থেকে পরিচালিত হচ্ছে তা জানা সম্ভব হয়নি। তবে পেজটির লোকেশন সেকশনে এটি যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত বলে দাবি করা হয়েছে।
মূলত, ২০১৫ সালে ক্রিকেটার মুশফিকুর রহিম এনটিভির সাথে তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে একটি সাক্ষাৎকার দেন। সম্প্রতি, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে সেই ভিডিও সাক্ষাৎকারের কিছু অংশের সাথে ভিন্ন ঘটনার অডিও এবং জুয়ার বিজ্ঞাপন যুক্ত করে ক্রিকেটার মুশফিকুর রহিম জুয়ার অ্যাপের প্রচারণা করছেন দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
সুতরাং, ক্রিকেটার মুশফিকুর রহিমের জুয়ার অ্যাপের প্রচারণা করার দাবিটি মিথ্যা এবং একই দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।