মুশফিকুর রহিম ‘Banger Casino’ নামের কোনো জুয়ার অ্যাপের প্রচারণা করেননি

সম্প্রতি, ক্রিকেটার মুশফিকুর রহিম ‘Banger Casino’ নামের সাকিব আল হাসানের কথিত জুয়ার অ্যাপের প্রচারণা করছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

মুশফিকুর রহিম

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মুশফিকুর রহিম ‘Banger Casino’ নামের কোনো জুয়ার অ্যাপের প্রচারণা করেননি বরং ক্রিকেট সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান DSC এর ফেসবুক পেজে প্রচারিত তার একটি প্রচারণামূলক ভিডিওর সাথে প্রযুক্তির সহায়তায় ভিন্ন ঘটনার অডিও এবং জুয়ার বিজ্ঞাপন যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।  

দাবিটির সত্যতা যাচাইয়ে ভিডিওটিতে মুশফিকুর রহিমের হাতে থাকা ব্যাটের DSC লেখা স্টিকারের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে DSC-Cricket এর ফেসবুক পেজে ২০১৮ সালের ১ জানুয়ারি DSC REBEL Mushfiqur Rahim​ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত জুয়ার বিজ্ঞাপনে ব্যবহৃত মুশফিকুর রহিমের ফুটেজের সাথে উক্ত ভিডিওর একটি অংশের হুবহু মিল রয়েছে। এছাড়াও ভিডিওর কোথাও মুশফিকুর রহিমকে কোনো জুয়ার অ্যাপ নিয়ে কথা বলতে দেখা যায়নি।

Video Comparison by Rumor Scanner 

পাশাপাশি জানা যায়, DSC Cricket এর বিশ্ব ক্রীড়াবিদদের তালিকায় মুশফিকুর রহিম যুক্ত হওয়ায় তাদের ফেসবুক পেজে ক্রিকেটার মুশফিকের উক্ত ভিডিওটি প্রচার করা হয়।

অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় মুশফিকুর রহিমের কন্ঠস্বরের পরিবর্তে নকল কন্ঠস্বর বসিয়ে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।

ভিডিওটি প্রচার করা ফেসবুক পেজ সম্পর্কে যা জানা গেল

আলোচিত জুয়ার বিজ্ঞাপন প্রচারকারী পেজটি (আর্কাইভ) পর্যালোচনা করে ঘরবাড়ি থেকে পোকামাকড় তাড়ানোর স্প্রের কিছু প্রচারণামূলক পোস্ট দেখা যায় (, , )। এছাড়াও পেজটির লোকেশনের স্থানে আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার কথা উল্লেখ রয়েছে। পেজটির ট্রান্সপারেন্সি সেকশন যাচাই করে জানা যায় পেজটি ভিয়েতনাম থেকে পরিচালিত হচ্ছে। পাশাপাশি জানা যায় উক্ত পেজটি ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি তৈরি করা হয়েছে এবং পেজটির নাম এ পর্যন্ত তিনবার পরিবর্তন করা হয়েছে।

Screenshot: Facebook 

মূলত, ২০১৮ সালে ক্রিকেট সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান DSC Cricket এর বিশ্ব ক্রীড়াবিদদের তালিকায় মুশফিকুর রহিম যুক্ত হন। সেসময় DSC Cricket এর ফেসবুক পেজে তার একটি ভিডিও প্রচার করা হয়। সম্প্রতি, উক্ত ভিডিওর সাথে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিন্ন একটি ভয়েসওভার এবং জুয়ার অ্যাপের প্রচারণার ভিডিও যুক্ত করে দাবি করা হচ্ছে, ক্রিকেটার মুশফিকুর রহিম ‘Banger Casino’ নামের সাকিব আল হাসানের কথিত জুয়ার অ্যাপের প্রচারণা করছেন। প্রকৃতপক্ষে, মুশফিকুর রহিম এমন কোনো জুয়ার অ্যাপের প্রচারণা করেননি।

সুতরাং, মুশফিকুর রহিম ‘Banger Casino’ নামের অনলাইন জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নিয়েছেন শীর্ষক দাবিটি  মিথ্যা এবং এ সংক্রান্ত ভিডিওটি এডিটেড বা বিকৃত।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img