সম্প্রতি, ওডিআই ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান শীর্ষক দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মোহাম্মদ রিজওয়ানের পাকিস্তান ওডিআই ক্রিকেট দলের (পুরুষ) নতুন অধিনায়ক হওয়ার দাবিটি সত্য নয় বরং কোনো প্রকার গ্রহণযোগ্য তথ্যসূত্র ছাড়াই উক্ত দাবিটি ফেসবুকে প্রচার করা হচ্ছে।
দাবিটির সত্যতা যাচাইয়ের জন্য প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ‘ESPNCricInfo’ এর ওয়েবসাইটে গত ১৫ নভেম্বরে “Babar Azam resigns as Pakistan captain in all formats” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম ক্রিকেটের তিন ফরমেট (টি-টোয়েন্টি, ওডিআই, টেস্ট) এর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
সেদিনই পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে “Shan Masood appointed Test and Shaheen Shah Afridi T20I captain” শীর্ষক শিরোনামে একটি প্রেস রিলিজ খুঁজে পাওয়া যায়।

প্রেস রিলিজ থেকে জানা যায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানি ক্রিকেটার শান মাসুদকে পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক এবং শাহীন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে। তবে উক্ত প্রেস রিলিজে পাকিস্তান ওডিআই দলের (পুরুষ) অধিনায়ক কে হবেন এই ব্যাপারে পিসিবি থেকে কিছু বলা হয়নি।
এছাড়া, এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত মোহাম্মদ রিজওয়ানের পাকিস্তান ওডিআই ক্রিকেট দলের (পুরুষ) নতুন অধিনায়ক হওয়া নিয়ে দেশিয় এবং আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে গ্রহণযোগ্য কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
মূলত, মোহাম্মদ রিজওয়ান পাকিস্তান ওডিআই ক্রিকেট দলের (পুরুষ) নতুন অধিনায়ক শীর্ষক দাবিতে একটি তথ্য ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাবর আজম তিন ফরমেট থেকে অবসর নেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড সম্প্রতি টি২০ এবং টেস্ট ফরমেটের জন্য ভিন্ন দুই পাকিস্তানি ক্রিকেটারকে নিয়োগ দিয়েছে। তবে ওডিআই ফরমেটে দেশটির ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত কোনো ক্রিকেটারকে নিয়োগ দেয়নি। এছাড়া, গ্রহণযোগ্য গণমাধ্যমে সূত্রেও মোহাম্মদ রিজওয়ানের পাকিস্তান ওডিআই ক্রিকেট দলের (পুরুষ) নতুন অধিনায়ক হওয়া নিয়ে কোনো তথ্য ইন্টারনেটে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, পূর্বে পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে ইন্টারনেটে ভুল তথ্য প্রচার করা হলে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে:
- পাক বাহিনীর আত্মসমর্পণের দৃশ্যযুক্ত পাকিস্তানি ক্রিকেটারদের ভাইরাল ছবিটি এডিটেড
- বলিউড অভিনেত্রী উর্বশীকে পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ এর বিয়ের প্রস্তাব দেয়ার দাবিটি মিথ্যা
- পাকিস্তানি ক্রিকেটার শাদাব খানের বক্তব্য দাবিতে প্রচারিত বিষয়টি বিভ্রান্তিকর
সুতরাং, মোহাম্মদ রিজওয়ানকে পাকিস্তান ওডিআই ক্রিকেট দলের (পুরুষ) নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।