বলিউড অভিনেত্রী উর্বশীকে পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ এর বিয়ের প্রস্তাব দেয়ার দাবিটি মিথ্যা 

সম্প্রতি, “পাকিস্তান ক্রিকেটার নাসিম শাহ বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে। ভাইরাল একটি ভিডিও ক্লিপের ভিত্তিতে উক্ত দাবিটি ছড়িয়ে পড়েছে এবং সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। 

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে এমন দেশীয় গণমাধ্যমের মধ্যে রয়েছে মানবজমিন, যায়যায়দিন, যুগান্তর, সময় টিভি, ভোরের কাগজ, ঢাকা মেইল, আমাদের সময়, চ্যানেল২৪, আজকের পত্রিকা, নিউজ২৪, দৈনিক আমাদের সময়, বিজয় টিভি(ইউটিউব), বাংলাদেশ টুডে, দ্যা ডেইলি ক্যাম্পাস, জুম বাংলা, দ্যা রিপোর্ট ডট লাইভ, ফ্রিডম বাংলা নিউজ

একই দাবিতে ভারতীয় গণমাধ্যমের কিছু প্রতিবেদন দেখুন; আনন্দবাজার, এই সময়, ইন্ডিয়া টুডে, জি নিউজ বাংলা, ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া ডট কম,সংবাদ প্রতিদিন, ইন্ডিয়া টুডে। 

পাকিস্তানি গণমাধ্যমে একই দাবিতে প্রকাশিত প্রতিবেদন দেখুন; দ্য নিউজ, পাকিস্তান অবজারভার

একই দাবিতে গণমাধ্যমের ফেসবুকে পেজে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ এখানে, এখানে, এখানে এবং এখানে

একই দাবিতে টিকটকে  প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়,  পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং একটি এডিটেড ভিডিওর ওপর ভিত্তি করে উক্ত দাবিতে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের বেশকিছু গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে।

অনুসন্ধানের শুরুতে, যেই ভিডিওটির(আর্কাইভ) ওপর ভিত্তি করে নাসিম শাহ উর্বশী রাউতেলাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন বলে গণমাধ্যমে দাবি করা হচ্ছে সেই ভিডিওটি(আর্কাইভ) পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। 

Screenshot: Tweeter

উক্ত ভিডিওতে দেখা যায়, একজন সংবাদিক নাসিম শাহ কে ‘ভারতীয় অভিনেত্রী উর্বশী কে নিয়ে কোনো মেসেজ আছে কি না’ তা জানতে চাইলে নাসিম শাহকে বলতে শোনা যায়, ‘Agar mein messege dunga toh applok viral kardenge’…. ‘taiyar ho dulhan to… uch time.. shadi karlonga.’ (If I give the message, you people will make it viral…. If the bride is ready then I will get married.”) 

ভাইরাল এ ভিডিওটি ভালোভাবে খেয়াল করলে  ‘Agar mein messege dunga toh applok viral kardenge’ এর পরের ‘taiyar ho dulhan to… uch time.. shadi karlonga.’ অংশটি এডিট করে জোড়া লাগানো বলে মনে হয়৷ 

পরবর্তীতে কিওয়ার্ড সার্চ করার মাধ্যমে নাসিম শাহ এর ঐ ভিডিও ক্লিপের সম্পূর্ণ ভিডিও খোঁজার চেষ্টা করলে Events and Happening sports নামের একটি ইউটিউব চ্যানেলে ‘When is Nasim Shah getting married?’ শিরোনামে গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত উক্ত অনুষ্ঠানে নাসিম শাহের বক্তব্যের দীর্ঘ ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Youtube

উক্ত ভিডিওর ৪৩ তম সেকেন্ডে দেখা যায় এক সাংবাদিক নাসিম শাহ এর উদ্দেশ্যে প্রশ্ন করে বলেন, ‘ডিএসপিও হয়ে গেছেন…বিয়ে করছেন কবে? (সাদাব, শাহীন করে ফেলেছে এবং হারিস রউফও করতে যাচ্ছে)’।

প্রশ্নের উত্তরে নাসিম শাহ বলেন, ‘স্যার, মূলত আপনার এই প্রশ্নটি আমার আব্বুকে জিজ্ঞেস করা উচিত। কেননা আব্বু যখন বলবেন দুলহান তৈরি তখনই এটা হবে। আমার পক্ষ থেকে কোনো কিছু নেই৷ এটা আব্বুকে বলতে হবে এবং আব্বু যখন বলবেন তখন বিয়ে করে নেবো।’

নাসিম শাহ এর এই প্রশ্নের উত্তর থেকে  ‘taiyar ho dulhan to… uch time.. shadi karlonga.’অংশটুকু কেটে নিয়ে আলোচিত ভিডিওতে বসানো হয়েছে।

পরবর্তীতে একই ভিডিওর ৫ তম মিনিট এর পর সাংবাদিকদের পক্ষ থেকে ভারতীয় অভিনেত্রী উর্বশীর জন্য কোনো মেসেজ আছে কি না তা জানতে চাওয়া হলে নাসিম শাহ হেসে বলেন, ‘যদি আমি কোনো মেসেজ দেই.. আপনারা সেটা ভাইরাল করে দেবেন’। (‘Agar mein messege dunga toh applok viral kardenge’)।

উক্ত ভিডিওতে উর্বশীকে নিয়ে নাসিম শাহ এর আর কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং বিয়ে সংক্রান্ত প্রশ্ন বা উত্তরটির সাথে উর্বশীর সম্পর্ক নেই।

অর্থাৎ, গত ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠানে নাসিম শাহ এর উর্বশীকে নিয়ে কোনো মেসেজ আছে কি না সেই প্রশ্নটির সাথে তার উত্তর এবং তার সাথে এডিট করে ‘বিয়ে কবে করছেন’ শীর্ষক ভিন্ন আরেকটি প্রশ্নের উত্তর যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। এবং এই ভিডিওর ওপর ভিত্তি করেই গণমাধ্যমে ভুয়া দাবি প্রচারিত হচ্ছে।

পরবর্তীতে অনুসন্ধানে গত ফেব্রুয়ারিতে দেয়া নাসিম শাহ এর বক্তব্যের কিছু প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। গত ৮ ফেব্রুয়ারি Geo Super TV  নাসিম শাহ এর ঐ বক্তব্যের প্রেক্ষিতে “When will Naseem Shah get married?” শিরোনামে এবং gnnhd.tv তে “Ask my father,” says Naseem Shah on marriage plans” শিরোনামের দুটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন দুটিতে একইভাবে বিয়ে সংক্রান্ত বক্তব্যটি উল্লেখ করা হয়েছে। 

Screenshot: Geo Super TV Website

মূলত,পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ গত ফেব্রুয়ারিতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন। উক্ত অনুষ্ঠানে নাসিম শাহ কে করা বেশকিছু প্রশ্নের মধ্যে তার বিয়ে নিয়ে এবং ভারতীয় অভিনেত্রী উর্বশী রাউতেলা সংক্রান্ত দুটি ভিন্ন প্রশ্নের উত্তর এর সময়কার বক্তব্য এডিট করে একসাথে করে উর্বশীকে বিয়ের প্রস্তাব দিলেন নাসিম শাহ দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। পরবর্তীতে উক্ত এডিটেড ভিডিওর ওপর ভারত, পাকিস্থান এবং বাংলাদেশের সংবাদমাধ্যমে ‘উর্বশী রাউতেলাকে বিয়ের প্রস্তাব দিলেন নাসিম শাহ’ শীর্ষক দাবিতে ভুয়া সংবাদ প্রচারিত হয়।

সুতরাং, বলিউড অভিনেত্রী উর্বশীকে পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবি করে গণমাধ্যমে প্রচারিত সংবাদটি মিথ্যা।

আরও পড়ুন

spot_img