২০২৩ সালের মতো ফেব্রুয়ারি ৮২৩ বছর পর পর আসার দাবিটি মিথ্যা

সম্প্রতি “এবারের ফেব্রুয়ারি নিয়ে রহস্য, যা দেখা যাবে ৮২৩ বছর পর” শীর্ষক শিরোনামে একটি তথ্য গণমাধ্যম সূত্রে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গণমাধ্যমে প্রচারিত এমন কিছু সংবাদ দেখুন বাংলা ভিশন, বাংলানিউজ২৪

Screenshot from Bangla Vision

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

Screenshot from CrowdTangle

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসটিকে যে কারণে রহস্যময় দাবি করা হচ্ছে

‘চলতি বছরের ফেব্রুয়ারি মাসকে ঘিরে রয়েছে চমৎকার রহস্য। এ মাসে সপ্তাহের সাতটি দিনই চারবার ঘুরে ফিরে আসবে। অর্থাৎ এ মাসে ৪টি শনিবার, ৪টি রোববার, ৪টি সোমবার, ৪টি মঙ্গলবার, ৪টি বুধবার, ৪টি বৃহস্পতিবার ও ৪টি শুক্রবার। একদিন কমও না, বেশিও না। গবেষণা বলছে, এমন ফেব্রুয়ারি মাসের আগমন হয় ৮২৩ বছর পর পর।’

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ৮২৩ বছর পর পর ফেব্রুয়ারি মাসের সপ্তাহের ৭ দিনই চারবার ঘুরে ফিরে আসার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয় বরং লিপ ইয়ার ব্যতীত প্রায় প্রতি বছরই ফেব্রুয়ারি মাসে সপ্তাহের ৭ দিনই চারবার ঘুরে ফিরে আসে।

দাবিটির সত্যতা অনুসন্ধানে রিউমর স্ক্যানার টিম সাম্প্রতিক সময়ের ২০২১, ২০২২ ও ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার বিশ্লেষণ করে। বিশ্লেষণে দেখা যায়, এই তিন বছরের প্রতিটি ফেব্রুয়ারি মাসেই সপ্তাহের ৭ দিন চারবার করে আছে।

Calendar of February Month 2021-23

পরবর্তীতে বিশ্লেষণে দেখা যায়, ২০২০ সাল লিপ ইয়ার হওয়ায় সে বছরের ফেব্রুয়ারিতে শনিবার ব্যতীত সপ্তাহের বাকী ৬ দিন চারবার করে আছে। 

Calendar of February Month 2020

বিষয়টি নিয়ে আরও অধিকতর সত্যতা যাচাইয়ে পরবর্তী লিপ ইয়ার ২০২৪ সালের ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাসের দিনক্ষণ বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বৃহস্পতিবার ব্যতীত সপ্তাহের বাকী ৬ দিন চারবার করে আছে।

Calendar of February Month 2024

এরপর ২০২৪ সাল পরবর্তী ২০২৫, ২০২৬ ও ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বৃহস্পতিবার ব্যতীত সপ্তাহের বাকী ৬ দিন চারবার করে থাকলেও এর পরের তিন বছরে সপ্তাহের ৭ দিন চারবার করেই আছে।

Calendar of February Month upcoming 2025-27

অর্থাৎ ৮২৩ বছর পর পর মাসে সপ্তাহের সাতটি দিনই চারবার ঘুরে ফিরে আসে না বরং লিপ ইয়ার ব্যতীত প্রতি বছরই ফেব্রুয়ারি মাসে সাতটি দিনই চারবার ঘুরে ফিরে আসে।

তিন বছর পর পর লিপ ইয়ারে কেন ফেব্রুয়ারিতে একটি দিন বেশি থাকে?

সাধারণত পৃথিবীর সব দেশেই যে ক্যালেন্ডারটি ব্যবহার করা হয় সেটিকে গ্রেগরিয়ান পঞ্জিকা বলা হয়। এটিকে আবার খ্রিষ্টীয় বছরও বলা হয়। এই ক্যালেন্ডার অনুসারে এক বছরকে ৩৬৫ দিন ও ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের ১২ টি মাসে ভাগ করা হয়। এর মধ্যে অধিকাংশ মাসেই দিন সংখ্যা ৩০ বা ৩১ দিন। কেবল ফেব্রুয়ারি মাসে দিন রয়েছে ২৮ টি। তবে প্রতি চার বছরে একবার এই মাসে একটি দিন যুক্ত হয়ে এই মাসে দিনের সংখ্যা হয় ২৯ টি। যেটিকে লিপ ইয়ার বলে। এই লিপ ইয়ারে মোট দিন সংখ্যা ৩৬৫ দিনের পরিবর্তে ৩৬৬ দিন হয়ে থাকে। 

Screenshot: time and date

যেহেতু লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসে একদিন করে অতিরিক্ত যুক্ত হয়, তাই এই লিপ ইয়ার ব্যতীত প্রতি বছরই ফেব্রুয়ারি মাসে সাতটি দিনই চারবার ঘুরে ফিরে আসে। এমন ফেব্রুয়ারি মাস দেখার জন্য কাউকে ৮২৩ বছর অপেক্ষা করতে হবে না।

Screenshot: AfricaCheck.org

মূলত, গ্রেগরিয়ান পঞ্জিকা বা খ্রিষ্টীয় ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি মাস ২৮ দিনে গণনা করা হয়। যেহেতু মাসটিতে দিন সংখ্যা ২৮ এবং চার সপ্তাহে এক মাস হয়, তাই প্রতি বছরই ফেব্রুয়ারি মাসে সাতটি দিনই চারবার ঘুরে ফিরে আসে। তবে লিপ ইয়ার তথা প্রতি চার বছরে একবার এই মাসে একটি দিন অতিরিক্ত যুক্ত করা হয়। অর্থাৎ লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা হয় ২৯ টি। ফলে  লিপ ইয়ারের বছরে ফেব্রুয়ারি মাসে সপ্তাহের সাত দিনের কোনো একটি দিন বেশি থাকলেও ঐ দিনটি ব্যতীত সপ্তাহের বাকী ৬ দিন চারবার করেই থাকে।

উল্লেখ্য, ইতোপূর্বেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ৮২৩ বছর পর ‘ ২০২২ সালে অক্টোবরে পাঁচটি শুক্র, শনি ও রবি বার আসা‘, ২০২১ সালে ‘ডিসেম্বরে পাঁচটি বুধবার, পাচঁটি বৃহস্পতিবার, পাঁচটি শুক্রবার আসার দাবিতে বিভিন্ন পোস্ট প্রচার করা হয়েছিল। যা রিউমর স্ক্যানারের অনুসন্ধানে মিথ্যা বলে প্রতীয়মান হয়।

সুতরাং, ৮২৩ বছর পর পর ফেব্রুয়ারি মাসের সপ্তাহের ৭ দিনই চারবার ঘুরে ফিরে আসার দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img