শনিবার, সেপ্টেম্বর 23, 2023
spot_img

৮২৩ বছর পরপর অক্টোবর মাসে পাঁচটি শুক্র, শনি ও রবি বার আসার দাবিটি মিথ্যা

সম্প্রতি, “এ বছর অক্টোবর মাসে- ৫টি শুক্রবার, ৫টি শনিবার ও ৫টি রবিবার যা ৮২৩ বছর পরপর হয়ে থাকে” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়ে আসছে।

২০২১ সালে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, এ বছর অর্থাৎ ২০২২ সাল নয় বরং ২০২১ সালের অক্টোবর মাসে পাঁচটি শুক্র, শনি এবং রবি বার ছিলো এবং ৮২৩ বছর পরপর নয় বরং কয়েক বছর পরেই এমনটা হয়ে থাকে।

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, Time and date ওয়েবসাইটে ২০২২ সালের ক্যালেন্ডার খুঁজে পাওয়া যায়। ক্যালেন্ডারটিতে দেখা যায় এ বছর অর্থাৎ ২০২২ সালের অক্টোবর মাসে চারটি শুক্র, পাঁচটি শনি এবং পাঁচটি রবি বার রয়েছে। 

তবে, ২০২১ সালের অক্টোবর মাসের ক্যালেন্ডার পর্যবেক্ষণ করে দেখা যায় সেই মাসে পাঁচটি শুক্র, শনি এবং রবি বার ছিলো।

অর্থাৎ, এ বছর বা ২০২২ সালের অক্টোবর মাসে পাঁচটি শুক্র, শনি এবং রবি বার থাকার দাবিটি সত্য নয় বরং ২০২১ সালের অক্টোবর মাসে এমনটি ছিলো।

এছাড়া, আসন্ন কিছু বছরের মধ্যে ২০২৭, ২০৩২, ২০৩৮, ২০৪৯ সালের অক্টোবর মাসেও পাঁচটি শুক্র, শনি এবং রবি বার রয়েছে। অর্থাৎ কিছু বছর পরেই এমনটা হয়ে থাকে। সুতরাং ৮২৩ বছর পরপর এমনটি হওয়ার দাবিটি মিথ্যা।

মূলত, ২০২১ সালের অক্টোবর মাসে পাঁচটি শুক্র, শনি এবং রবি বার থাকার বিষয়টি এ বছর অর্থাৎ ২০২২ সালে প্রচার করা হচ্ছে এবং বলা হচ্ছে ৮২৩ বছর পরপর এমনটি হয়ে থাকে। তবে, দেখা যায় কয়েক বছর পরেই এমনটা হয়ে থাকে। আসন্ন কিছু বছরের মধ্যে ২০২৭, ২০৩২, ২০৩৮, ২০৪৯ সালের অক্টোবর মাসেও পাঁচটি শুক্র, শনি এবং রবি বার রয়েছে।

উল্লেখ্য, প্রতি ৮২৩ বছর পরপর ডিসেম্বরে পাঁচটি বুধ, বৃহস্পতি ও শুক্র বার আসার একটি দাবি ছড়িয়ে পড়লে রিউমর স্ক্যানার দাবিটিকে মিথ্যা সনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে। 

সুতরাং, ২০২২ সালের অক্টোবর মাসে পাঁচটি বুধ, বৃহস্পতি ও শুক্র বার হওয়া এবং এটি ৮২৩ বছর পরপর হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img