প্রতি ৮২৩ বছর পর এক মাসে পাঁচটি বুধ, বৃহস্পতি ও শুক্রবার আসার তথ্যটি ভুয়া

সম্প্রতি, “এই ডিসেম্বরে পাঁচটি বুধবার, পাচঁটি বৃহস্পতিবার, পাঁচটি শুক্রবার যা প্রতি ৮২৩ বছর পর আসে।” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্টে দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, যথাক্রমে পাঁচটি বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার ৮২৩ বছর পর পর আসেনা বরং গড়ে প্রতি বছরেই আসে।

বিস্তারিত অনুসন্ধানের মাধ্যমে জানা যায়, নিকটতম বছরের মধ্যে- মার্চ ২০২৩, মে ২০২৪, জানুয়ারি- অক্টোবর ২০২৫, জুলাই ২০২৬, ডিসেম্বর ২০২৭, মার্চ ২০২৮, আগস্ট ২০২৯ এবং মে ২০৩০ সালেও পাঁচটি বুধবার, পাচঁটি বৃহস্পতিবার, পাঁচটি শুক্রবার রয়েছে।

Screengrab from Time and Date

উল্লেখ্য, এই সংক্রান্ত গুজব ২০১০ সাল থেকে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে। এই বিষয়ে মার্কিন ফ্যাক্টচেকিং সংস্থা স্নোপস এর ২০১০ সালে প্রকাশিত ফ্যাক্টচেক প্রতিবেদন দেখুন

এছাড়া, Time and Date – ওয়েবসাইটে “5 Weekends in 1 Month Happens More Often Than Every 823 Years” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় যেখান থেকে একই বছরে একাধিক এমন পাঁচটি বার আসার প্রমাণ পাওয়া যায়। যেমনঃ ২০২১ সালের জানুয়ারি মাসে পাঁচটি শুক্রবার, পাঁচটি শনিবার এবং পাঁচটি রবিবার ছিলো, একইভাবে ২০২১ সালের অক্টোবর মাসেও এই বিষয়টির পুনরাবৃত্তি ঘটেছে।

৮২৩ বছর
Screengrab from Time and Date

অর্থাৎ, ডিসেম্বরে পাঁচটি বুধবার, পাচঁটি বৃহস্পতিবার, পাঁচটি শুক্রবারের এই ধারাটি প্রতি ৮২৩ বছর পর আসার দাবি সম্বলিত তথ্যটি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: এই ডিসেম্বরে পাঁচটি বুধবার, পাচঁটি বৃহস্পতিবার, পাঁচটি শুক্রবার যা প্রতি ৮২৩ বছর পর আসে
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img