জাপান সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার দাবিটি মিথ্যা

সম্প্রতি, ‘জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বিএনপি হামলা করেছে’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন; এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ) এবং এখানে(আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় তার ওপর সেখানে বিএনপি কর্তৃক হামলার কোনো ঘটনা ঘটেনি বরং শেখ হাসিনার জাপান সফরকালে তার বিরুদ্ধে জাপান বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল কর্মসূচির একটি ভিডিও প্রচার করে ভিত্তিহীনভাবে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটি’র ক্যাপশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলার কথা লেখা থাকলে ভিডিও’র বিস্তারিত অংশে সেরকম কোনো দৃশ্য দেখা যায়নি। সেখানে শুধু শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জাপান বিএনপির নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়। তাছাড়া রিউমার স্ক্যানার যাচাই করে দেখেছে, ভিডিও’র ক্যাপশনের সাথে ভিডিও’র বিস্তারিত অংশ অসামঞ্জস্যপূর্ণ। 

পরবর্তীতে প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেল Bangladesh Nationalist Party-BNP এ গত ২৭ এপ্রিল ‘অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর উপলক্ষে জাপান বিএনপি প্রতিবাদ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: BNP YouTube

ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরকে কেন্দ্র করে জাপান বিএনপির পক্ষ থেকে ডাকা প্রতিবাদ সমাবেশের ভিডিও। উক্ত ভিডিওর সাথে ‘জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বিএনপি হামলা করছে’ শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে মূলধারার গণমাধ্যম এনটিভি অনলাইনে গত ২৬ এপ্রিল ‘প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রতিবাদে টোকিওতে বিএনপির বিক্ষোভ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot: NTV Online

প্রতিবেদন থেকে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের প্রতিবাদে টোকিওতে মানববন্ধন ও মিছিল করেছে জাপান বিএনপি। বুধবার (২৬ এপ্রিল) প্রতিকূল আবহাওয়ার মধ্যেও জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, বিএনপির অবস্থানের সময় জাপান আওয়ামী লীগের নেতাকর্মীদের পুলিশের পাহারায় পিছু হটে চলে যেতে দেখা যায়। এ সময় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কার্যালয়ের মূল ফটকের ঠিক মুখোমুখি বিএনপির নেতা কর্মীরা অবস্থান নিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। তবে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলা হয়েছে এমন কোনো   তথ্য উল্লেখ করা হয়নি।

এছাড়াও, মূলধারার গণমাধ্যম ডেইলি স্টারের অনলাইন সংস্করণে গত ২৬ এপ্রিল ‘প্রধানমন্ত্রীর জাপান সফর: টোকিওতে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি  প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot: The Daily Star

প্রতিবেদন থেকে জানা যায়, সেখানে আওয়ামী লীগ এবং বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচিতে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হলেও পুলিশের তৎপরতায় অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি।

পাশাপাশি, আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বিএনপির হামলার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

অর্থাৎ, জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বিএনপির হামলার দাবিটি সঠিক নয়। 

মূলত, প্রধানমন্ত্রী শেখ হাসিনাগত ২৫ এপ্রিল ৪ দিনের রাষ্ট্রীয় সফরের জাপান যান। প্রধানমন্ত্রীর সফরকল কেন্দ্র করে জাপানের টোকিওতে আওয়ামী লীগ এবং বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে। বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে দেওয়া স্লোগানের ভিডিওকে  জাপান সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনারওপর বিএনপি নেতাকর্মীদের হামলা  দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।  তবে অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর কালে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি পালন করলেও সেখানে বিএনপি নেতাকর্মী কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলা কোনো ঘটনা ঘটেনি। 

উল্লেখ্য, পূর্বেও বিভিন্ন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ইন্টারনেটে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়লে বিষয়গুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বিএনপি হামলা করেছে শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img