সম্প্রতি “প্রতিদিন প্রার্থনা করতাম, ঘুম থেকে জেগেই যেন নিজেকে মেয়ে হিসেবে দেখতে পাই” শীর্ষক মন্তব্য কন্টেন্ট ক্রিয়েটর রাকিন আবসার করেছেন দাবিতে দেশের মূলধারার গণমাধ্যম প্রথম আলো’র ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কন্টেন্ট ক্রিয়েটর রাকিন আবসার “প্রতিদিন প্রার্থনা করতাম, ঘুম থেকে জেগেই যেন নিজেকে মেয়ে হিসেবে দেখতে পাই” শীর্ষক কোনো মন্তব্য করেননি এবং প্রথম আলোও উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং প্রথম আলো’র ফেসবুকে পেজে রুপান্তিত নারী জারা রহমানের মন্তব্য নিয়ে প্রকাশিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রথম আলো’র ফটোকার্ডের ডিজাইন সম্বলিত ছবিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে এই সংবাদটি প্রচারের তারিখ হিসেবে ১৩ নভেম্বরে কথা উল্লেখ করা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে ফটোকার্ডটিতে থাকা লোগো ও তারিখের সূত্র ধরে প্রথম আলো’র ভেরিফাইড ফেসবুক পেজে গত ১৩ নভেম্বর রাকিব আবসারের মন্তব্য দাবিতে এরূপ কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তবে একই তারিখে প্রথম আলোর ফেসবুক পেজে রুপান্তরিত নারী জারা রহমানের মন্তব্য দাবিতে প্রচারিত পোস্টে অনুরূপ একটি ফটোকার্ড খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম। উক্ত ফটোকার্ডে থাকা নাম ও ছবি ব্যতীত বাকি সব তথ্যের সাথে আলোচিত ফটোকার্ডটির হবহু মিল পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটি বিশ্লেষণ করে আরো দেখা যায়, উক্ত ফটোকার্ডে রাকিন আবসার নাম লিখতে ব্যবহৃত ফন্ট ডিজাইনের সাথে প্রথম আলো’র ফন্ট ডিজাইনের কোনো মিল নেই।
অর্থাৎ, রূপান্তরিত নারী জারা রহমানের মন্তব্য নিয়ে প্রথম আলো’র ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ড হতে জারা রহমানের নাম মুছে দিয়ে তাতে কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসারের নাম যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, জারা রহমান একজন ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত নারী (ছেলে থেকে মেয়ে হয়েছেন)। তার ছেলে থেকে মেয়ে হওয়ার পরবর্তী সময়ের বিভিন্ন সমস্যার বিষয়সমূহ তুলে ধরে গত ১৭ নভেম্বর প্রথম আলো’র ফেসবুক পেজে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
এছাড়া কন্টেন্ট ক্রিয়েটর রাকিন আবসারের ট্রান্সজেন্ডার বা ছেলে থেকে মেয়ে হওয়া দাবির বিষয়ে অনুসন্ধানে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধমে কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
মূলত, জারা রহমান নামের একজন ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত নারী বসবাসের জন্য বাসা ভাড়া পাওয়া এবং চাকুরী পাওয়া নিয়ে সমস্যা পড়েন। যার প্রেক্ষিতে গত ১৭ নভেম্বর প্রথম আলো তাদের ফেসবুক পেজে ‘প্রতিদিন প্রার্থনা করতাম, ঘুম থেকে জেগেই যেন নিজেকে মেয়ে হিসেবে দেখতে পাই’ শীর্ষক দাবি সম্বলিত একটি ফটোকার্ড প্রকাশ করে। সেই ফটোকার্ডটি-ই ডিজিটাল প্রযুক্তি সহায়তায় এডিট বা সম্পাদনার মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর রাকিন আবসারের নাম এবং ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়।
প্রসঙ্গত, পূর্বে বিভিন্ন দেশিয় গণমাধ্যমের ফটোকার্ড বিকৃত করে ইন্টারনেটে ভুয়া তথ্য প্রচার করা হলে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে:
- সময় টিভি’র নকল ফটোকার্ডে ভিকারুননিসার শিক্ষার্থীদের নিয়ে ভুয়া তথ্য প্রচার
- ইনডিপেনডেন্ট টেলিভিশন-এর ফটোকার্ড বিকৃত করে বিএনপি’র ক্ষমতা গ্রহণের ভুয়া তথ্য প্রচার
- রুমিন ফারহানার প্রেসক্রিপশন দাবিতে দুই গণমাধ্যমের নকল ফটোকার্ডে ভুয়া তথ্য
সুতরাং, ‘প্রতিদিন প্রার্থনা করতাম, ঘুম থেকে জেগেই যেন নিজেকে মেয়ে হিসেবে দেখতে পাই’ শীর্ষক কোনো মন্তব্য রাকিন আবসার করেননি এবং উক্ত দাবিতে প্রথম আলো’র নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- Prothom Alo – Website
- Prothom Alo – Facebook Page
- Prothom Alo – YouTube
- Prothom Alo – প্রতিদিন প্রার্থনা করতাম, ঘুম থেকে জেগেই যেন নিজেকে মেয়ে হিসেবে দেখতে পাই