সম্প্রতি, বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম ও ইমরুল কায়েসের সিঁড়িতে বসে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। ছবিটিতে দুই ক্রিকেটারের পেছনের আয়নার দেয়ালে “Brazil Chudina” শীর্ষক আপত্তিকর শব্দদ্বয় লেখা দেখা যাচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ক্রিকেটার মুশফিকুর রহিম ও ইমরুল কায়েসের সিঁড়িতে বসে থাকা ছবির পেছনে ব্রাজিলকে উদ্দেশ্য করে বলা আপত্তিকর লেখাটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে বসানো হয়েছে।
আলোচিত ছবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ক্রিকেটার ইমরুল কায়েসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০১৬ সালের ১১ ডিসেম্বর করা একটি পোস্টে আলোচিত ছবির প্রায় অনুরূপ একটি ছবি খুঁজে পাওয়া যায়।
ইমরুলের ঐ পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, ছবিটি অস্ট্রেলিয়ার সিডনিতে তোলা।
ছবিটি বিশ্লেষণ করে আলোচিত ছবির সাথে একটি পার্থক্য খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিতে দুই ক্রিকেটারের পেছনে ‘Adina’ শীর্ষক শব্দ দেখা গেলেও আলোচিত ছবিতে এই শব্দের পরিবর্তে ‘Brazil Chudina’ শীর্ষক শব্দদ্বয় দেখা যায়।
অর্থাৎ, মূল ছবিতে থাকা ‘Adina’ লেখাটি কেটে দিয়ে “Brazil Chudina” শীর্ষক শব্দদ্বয় যুক্ত করা হয়েছে।
মূলত, ২০১৬ সালের ডিসেম্বরে দুইটি টেস্ট ম্যাচ, তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং তিনটি টি২০ ম্যাচ খেলার জন্য নিউজিল্যান্ড সফর করে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ শুরুর ১০ দিন আগে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় ক্যাম্প করে অনুশীলন করে। সেই সময় অষ্ট্রেলিয়ার সিডনিতে মুশফিক ও ইমরুলের তোলা একটি ছবিকে এডিটের মাধ্যমে ব্রাজিলকে উদ্দেশ্য করে আপত্তিকর লেখা সংযুক্ত করে সাম্প্রতিক সময়ে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, পূর্বেও বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিবর্গের তোলা ছবিকে এডিট করে ইন্টারনেটে প্রচার করা হলে সেসময় সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। প্রতিবেদনগুলো পড়ুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, ক্রিকেটার মুশফিকুর রহিম ও ইমরুল কায়েসের সিঁড়িতে বসে থাকার ছবির পেছনে “Brazil Chudina” শীর্ষক লেখাটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- Imrul Kayes Instagram Post
- Dhaka Times- অপেরা হাউজে মুশফিক, কায়েসদের ‘বর্ণিল সময়’
- Rumor Scanner’s Own Analysis