বৃহস্পতিবার, সেপ্টেম্বর 21, 2023
spot_img

কলকাতার অভিনেত্রী মধুমিতার এডিটেড ছবি প্রচার

সম্প্রতি, কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের ‘I’M NOT VIRGIN’ শীর্ষক লেখা সম্বলিত টি-শার্ট পরিহিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘I’M NOT VIRGIN’ লেখা সম্বলিত টি-শার্ট পরিহিত মধুমিতা সরকারের এই ছবিটি  আসল নয় বরং ইন্টারনেট থেকে মধুমিতা সরকারের টি-শার্ট পরিহিত একটি ছবি সংগ্রহ করে তা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে উক্ত ছবিটি তৈরী করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের ভেরিফাইড ফেসবুক পেজে ২০২২ সালের ১৫ আগস্ট প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot: Madhumita Facebook Page

এই পোস্টে মধুমিতা সরকারের কয়েকটি ছবি পাওয়া যায়। ছবিগুলো পর্যবেক্ষণ করলে সেখানে আলোচিত ছবির সদৃশ একটি ছবি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Madhumita Facebook Page

তবে এই ছবিতে প্রদর্শিত টি-শার্টের কোথাও ‘I’M NOT VIRGIN’ শীর্ষক লেখাটি দেখা যায়নি।

Image Comparison by Rumor Scanner

তবে আলোচিত ছবির সাথে মধুমিতার ফেসবুক পোস্টে প্রচারিত ছবির মধুমিতার টি-শার্টের রঙ, ব্যাকগ্রাউন্ড, অঙ্গভঙ্গি এবং হেয়ারস্টাইল এর হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

Image Comparison by Rumor Scanner

অর্থাৎ, মধুমিতার টিশার্টে ‘I’M NOT VIRGIN’ লেখা সম্বলিত এই ছবিটি আসল নয়।

মূলত, সম্প্রতি কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের ‘I’M NOT VIRGIN’ লেখা সম্বলিত কালো টি-শার্ট পরিহিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে দেখা যায়, ইন্টারনেট থেকে মধুমিতার  কালো টি-শার্ট পরিহিত একটি ছবি সংগ্রহ করে তাতে ফটোশপের মাধ্যমে  ‘I’M NOT VIRGIN’ শীর্ষক লেখাটি যুক্ত করে উক্ত ছবিটি তৈরি করা হয়েছে। 

উল্লেখ্য, পূর্বেও বিভিন্ন দাবিতে ইন্টারনেটে এডিটেড ছবি প্রচারিত হলে ছবিগুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে। 

সুতরাং, কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের ‘I’M NOT VIRGIN’ লেখা সম্বলিত টি-শার্ট পরিহিত এই ছবিটি এডিটেড বা বিকৃত।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img