সম্প্রতি, একটি কোলাজ ছবি ইন্টারনেটে প্রচার করে দাবি করা হচ্ছে বামের ছবিতে যে ছেলে শিশুকে পানি পান করতে দেখা যাচ্ছে, ডানে সেই শিশুটির বর্তমান ছবি দেখা যাচ্ছে।
অর্থাৎ, দুইটি ছবির ছেলে দুইজন একই ব্যক্তি বলে দাবি করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে বিভিন্ন দেশের ফেসবুক ব্যবহারকারী কর্তৃক প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কোলাজ করা ভাইরাল দুই ছবির ছেলে দুইজন একই ব্যক্তি নয় বরং দুইজন ভিন্ন ব্যক্তির ছবিকে কোলাজের মাধ্যমে একই ব্যক্তির ভিন্ন বয়সের ছবি দাবি করে প্রচার করা হচ্ছে।
কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে, ‘Anja Ringgren Lovén’ নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৩১ মার্চ প্রকাশিত একটি পোস্টে প্রকাশিত ছবির সাথে উক্ত দাবিতে প্রচারিত প্রথম ছবির মিল খুঁজে পাওয়া যায়।

পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, শিশুটির নাম হোপ। সে ২০১৩ সালের জানুয়ারি মাসে নাইজেরিয়াতে জন্মগ্রহণ করে এবং এখন তার বয়স ১০ বছর।

আরও অনুসন্ধান করে Anja Ringgren Lovén এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ০৮ এপ্রিল প্রকাশিত একটি পোস্টের ছবির সাথে উক্ত দাবিতে প্রচারিত দ্বিতীয় ছবির মিল খুঁজে পাওয়া যায়।

পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, এই ছেলেটির নাম প্রিন্স। দশ বছর আগে আঞ্জা লাভেন তাকে স্কুল ব্যাগ কিনে দেয়। আর সেদিন সে তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করান। অর্থাৎ, ১০ বছর পর প্রিন্স বড় হয়ে এমন হয়েছে।

মূলত, সম্প্রতি, কোলাজ করা দুইটি ছবি ইন্টারনেটে প্রচার করে দাবি করা হচ্ছে দুই ছবিতে থাকা ছেলে দুইজন একই ব্যক্তি। কিন্তু অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিটি সঠিক নয়। দুইজন ভিন্ন ব্যক্তির ছবিকে কোলাজের মাধ্যমে একই ব্যক্তির ভিন্ন বয়সের ছবি বলে দাবি করা হচ্ছে।
প্রসঙ্গত, পূর্বেও বিভিন্ন সময়ে ইন্টারনেটে ভুল ছবি ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, দুইজন ভিন্ন ব্যক্তির ছবিকে কোলাজের মাধ্যমে একই ব্যক্তির ভিন্ন বয়সের ছবি দাবি করে সম্প্রতি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Anja Ringgren Lovén – Instagram Post
- Anja Ringgren Lovén – Instagram Post
- Rumor Scanner’s own analysis