সম্প্রতি ‘প্রিয় নবীজির পায়ের চাপ’ শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত এমন একটি ভিডিও এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটি মহানবী হযরত মুহাম্মদ সা. এর পায়ের ছাপের নয় বরং এটি ইরাকের প্রাচীন শহর উর থেকে সংগৃহীত মানুষের পায়ের ছাপ সম্বলিত একটি ইটের ছবি, যা বর্তমানে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার প্যান মিউজিয়ামে সংরক্ষিত আছে।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Alain Truong নামের একটি ওয়েবসাইটে ২০১৮ সালের ২৪ এপ্রিল ‘Penn Museum opens new Middle East Galleries‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
ছবিটির বিস্তারিত বিবরণীতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার প্যান মিউজিয়ামের সৌজন্যে বলা হয়, ইরাকের উর-নাম্মুর মানুষের পায়ের ছাপ সম্বলিত একটি ইট।
পরবর্তীতে ছবিটির বিস্তারিত বিবরণীর সূত্রে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার প্যান মিউজিয়ামের ওয়েবসাইটে ‘BRICK‘ শীর্ষক শিরোনামে একই ছবি খুঁজে পাওয়া যায়।
মিউজিয়ামের ওয়েবসাইটটিতে প্রদত্ত ছবিটির বিস্তারিত তথ্য থেকে জানা যায়, মিউজিয়ামে ইটটির নাম্বার B16460। এটিকে বর্তমানে মিউজিয়ামের মিডল ইস্ট গ্যালারিতে প্রদর্শন করা হচ্ছে।
ছবিটির বিস্তারিত তথ্য থেকে আরও জানা যায়, কাদামাটি নির্মিত এই ইটটি সংগ্রহ করা হয়েছিল ইরাকের উর শহর থেকে, ইটটির নির্মাণকাল খ্রীস্টপূর্ব ২১০০-২০০০ সাল।
আলোচিত ছবিটি ছাড়াও মিউজিয়ামটির ওয়েবসাইটে এটির আরও একাধিক ছবিও প্রকাশ করা হয়।
অপরদিকে ওয়েবসাইটে প্রদত্ত ছবিটির বিস্তারিত বিবরণীর সাথে এটির হযরত মুহাম্মাদ সা. এর পায়ের ছাপ হওয়ার ব্যাপারে অনুসন্ধানে কোনো সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি।
মূলত, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মহানবী হযরত মুহাম্মদ সা. এর পায়ের ছাপ দাবিতে একটি ছবি প্রচার করা হচ্ছে। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এটি মহানবী হযরত মুহাম্মদ সা. এর পায়ের ছাপের ছবি নয় এবং এর সঙ্গ সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততাও নেই। এটি মূলত ইরাকের প্রাচীন শহর উর থেকে সংগৃহীত খ্রীস্টপূর্ব ২১০০-২০০০ সালে কাদামাটি নির্মিত একটি ইটে পায়ের ছাপ।
সুতরাং, ইন্টারনেট থেকে সংগৃহীত যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার প্যান মিউজিয়ামে সংরক্ষিত পায়ের ছাপযুক্ত কাটামাটি দিয়ে নির্মিত ইটের একটি ছবিকে হযরত মুহাম্মাদ সা. এর পায়ের ছাপ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Alain Truong: Penn Museum opens new Middle East Galleries
- Penn Museum: BRICK