দীর্ঘদিন ধরে ‘১৭ই মে, ১৯৮১সলের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছিলেন এবং বুকে জড়িয়ে নিয়েছিলেন গনতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া।’ শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়ে আসছে।
সম্প্রতি ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
২০২২ সালে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
২০২১ সালে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
২০২০ সালে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
২০১৯ সালে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
একই দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ),
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ১৯৮১ সালের ১৭ মে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরত আসার পর তাকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বুকে জড়িয়ে নেওয়ার দাবিতে প্রচারিত ছবিতে থাকা নারীটি খালেদা জিয়া নন বরং ছবিটিতে শেখ হাসিনাকে বুকে জড়িয়ে নেওয়া নারীটি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক প্রয়াত আইভি রহমান। এছাড়া ছবিটি ১৯৮১ সালের ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দিনের নয়। প্রকৃতপক্ষে ছবিটি একই বছরের ১৫ আগস্ট দেশে ফিরে শেখ হাসিনার প্রথমবারের মতো বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি পরিদর্শনের দিন তোলা।
ছবিতে শেখ হাসিনাকে জড়িয়ে ধরে থাকা নারীর পরিচয় যেভাবে নিশ্চিত হওয়া গেল
ছবিটিতে থাকা নারীটির পরিচয় যাচাইয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানের মাধ্যমে মূলধারার জাতীয় দৈনিক প্রথম আলোতে ২০১৮ সালের ১৩ আগস্ট ‘সেই রাতে বঙ্গবন্ধুর বাড়িতে কী ঘটেছিল?‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির শিক্ষক ও সাংবাদিক অধ্যাপক মালেকা বেগমের লেখা এই প্রতিবেদনটিতে আলোচিত ছবিটি সহ আরও একটি ছবি খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটিতে ব্যবহৃত প্রথম ছবিটির শিরোনাম থেকে জানা যায়, ছবিটি ১৯৭৫ সালের হত্যাকাণ্ডের পর ১৯৮১ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথমবারের মতো পরিদর্শনকালে ধারণকৃত। ছবিতে বিদ্যমান নারীদ্বয় হলেন বাঁ পাশে আইভী রহমান ও ডান পাশে জোহরা তাজউদ্দীন।
প্রতিবেদনে ব্যবহৃত দ্বিতীয় ছবিটির শিরোনাম থেকে জানা যায়, এটিও সেদিন শেখ হাসিনার কান্নায় ভেঙে পড়ার সময়ে ধারণকৃত।
এই দুইটি ছবির মধ্যে দ্বিতীয় ছবিটিকেই বর্তমানে ১৯৮১ সালের ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পর বিএনপি নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বুকে জড়িয়ে নেওয়ার দাবিতে প্রচার করা হচ্ছে।
শেখ হাসিনাকে বুকে জড়িয়ে নেওয়ার দাবিতে প্রচারিত ছবিটির সঙ্গে প্রথম ছবিতে শেখ হাসিনার বাঁ পাশে থাকা আইভী রহমানের শাড়ি ও চুলের জুলফি, চোখের ভ্রুর মিল খুঁজে পাওয়া যায়। এছাড়া দুইটি ছবিতেই শেখ হাসিনাকেও একই শাড়ি পরিহিত অবস্থায় দেখা যায়।
পরবর্তীতে ছবিটি নিয়ে আরও অধিকতর অনুসন্ধানে deviantart.com নামের একটি ওয়েবসাইটে ২০১৪ সালের ৮ জুন ‘Deshratna Sheikh Hasina‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত আলোচিত ছবিটির একটি রঙিন সংস্করণ খুঁজে পাওয়া যায়।
এতেও উক্ত ছবিটির সঙ্গে বিএনপি নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কোনো মিল খুঁজে পাওয়া যায়নি।
এ পর্যন্ত রিউমর স্ক্যানারের সার্বিক অনুসন্ধানে এটি প্রতীয়মান হয় যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ধরে থাকা নারীটি বিএনপি নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নন।
এছাড়া ছবিটি সম্পর্কে আরও নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিম বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খানের সাথে যোগাযোগ করে। তিনিও ছবিটিতে থাকা নারীটি খালেদা জিয়ার নয় বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কতিপয় উশৃংখল সেনা সদস্যের হাতে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেসময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। পরবর্তীতে ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরেন শেখ হাসিনা। তবে সেসময়ে তিনি ধানমন্ডির ৩২ নাম্বার বাড়িটি খুলে দিতে বললেও বাড়িটি তাকে খুলে দেওয়া হয়নি।
এ প্রসঙ্গে শেখ হাসিনা তার বই শেখ মুজিব আমার পিতা বইয়ে লিখেন, ‘১৯৮১ সালে আমি ফিরে এসে বাড়িটি খুলে দিতে বলি, কিন্তু জেনারেল জিয়াউর রহমান অনুমতি দেয়নি। এমনকি বাড়িতে প্রবেশ করার অনুমতিও পাইনি। মিলাদ পড়ানোর জন্য বাড়ির দরজা জিয়া খুলে দেয়নি। রাস্তার উপর বসেই আমরা মিলাদ পড়ি।…পরবর্তীতে এই বাড়িটি যখন ১২ জুন, ১৯৮১ সালে অস্থায়ী রাষ্ট্রপতি সাত্তার সাহেবের নির্দেশে খুলে দেওয়া হল তখন বাড়িটির গাছপালা বেড়ে জঙ্গল হয়ে আছে। মাকড়সার জাল, ঝুল, ধুলোবালি, পোকামাকড়ে ভরা। ঘরগুলি অন্ধকারাচ্ছন্ন।’
মূলত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর প্রায় ৬ বছর পর ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরত আসেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে ১৯৮১ সালের ১৫ আগস্ট প্রথমবারের মতো ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে যান তিনি। সেসময়ে তিনি কান্নায় ভেঙে পড়লে তার সঙ্গে থাকা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান তাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেন৷ সম্প্রতি সেই সময়ের ধারণকৃত একটি ছবিকেই বর্তমানে শেখ হাসিনা দেশে ফেরত আসার পরে খালেদা জিয়ার বুকে জড়িয়ে নেওয়ার দাবিতে প্রচার করা হচ্ছে।
সুতরাং, ১৯৮১ সালের ১৫ আগস্ট প্রয়াত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুকে জড়িয়ে নেওয়ার ছবিকে ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা দেশে ফেরার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কর্তৃক শেখ হাসিনাকেবুকে জড়িয়ে নেওয়ার দৃশ্য দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Daily Prothom Alo: সেই রাতে বঙ্গবন্ধুর বাড়িতে কী ঘটেছিল?
- deviantart.com: Deshratna Sheikh Hasina
- pure pdf book: শেখ মুজিব আমার আমার পিতা
- Bangla Tribune: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ