সম্প্রতি বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু “কেন্দ্র দখল করে ফেব্রুয়ারির নির্বাচনে ২৫০টির অধিক আসন পেয়ে জয়লাভ করবে বিএনপি” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে মূলধারার গণমাধ্যম একাত্তর টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে উদ্ধৃত করে একাত্তর টিভি এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি এবং রুহুল কুদ্দুস তালুকদার দুলুও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, এই বিএনপি নেতাকে উদ্ধৃত করে “ফেব্রুয়ারির নির্বাচনে ২৫০টির অধিক আসন পেয়ে জয়লাভ করবে বিএনপি” শিরোনামে একাত্তর টিভিতে ফেসবুকে পেজে প্রচারিত ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করলে তাতে মূলধারার সংবাদমাধ্যম ‘একাত্তর’ টিভির লোগো এবং ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ‘১৫ আগস্ট, ২০২৫’ উল্লেখ থাকতে দেখা যায়।
উক্ত তথ্যগুলোর সূত্র ধরে একাত্তর টিভির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করলে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, গত ০৬ জুলাই ‘একাত্তর’ এর ফেসবুক পেজে “ফেব্রুয়ারির নির্বাচনে ২৫০টির অধিক আসন পেয়ে জয়লাভ করবে বিএনপি” শীর্ষক তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের লোগো, ছবি, তারিখ ও তারিখের ফন্টের মিল রয়েছে। তবে, বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মন্তব্য দাবিতে প্রচারিত ফটোকার্ডটির লেখা ও লেখার ফন্টের বৈসাদৃশ্য পাওয়া যায়। একাত্তর এর উক্ত মূল ফটোকার্ডটিতে “ফেব্রুয়ারির নির্বাচনে ২৫০টির অধিক আসন পেয়ে জয়লাভ করবে বিএনপি” শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর সঙ্গে “কেন্দ্র দখল করে” শীর্ষক বাক্য যুক্ত করা হয়েছে।
এ থেকে নিশ্চিত হওয়া যায় যে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় একাত্তর টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা (এডিট) করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেশীয় মূলধারার গণমাধ্যমে (যমুনা টিভি, কালের কণ্ঠ দেশ টিভি) আলোচ্য বিষয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বক্তব্য সম্বলিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনগুলোতে কোথাও “কেন্দ্র দখল করে” শীর্ষক কোনো মন্তব্যের উল্লেখ পাওয়া যায়নি।
অর্থাৎ, বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মন্তব্য দাবিতে “কেন্দ্র দখল করে ফেব্রুয়ারির নির্বাচনে ২৫০টির অধিক আসন পেয়ে জয়লাভ করবে বিএনপি” শিরোনামে মূলধারার গণমাধ্যম একাত্তর টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Ekattor – Facebook Post
- Ekattor – Facebook Page
- Ekattor – Website
- Jamuna Television: ফেব্রুয়ারির নির্বাচনে ২৫০টির অধিক আসন পেয়ে বিএনপি জয়লাভ করবে: দুলু
- Kaler Kantho: সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ২৫০ এর বেশি আসন পাবে: দুলু
- Desh TV: সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ২৫০’র অধিক আসন পাবে, এজন্য অনেকে ভয়ে আছে: দুলু