পুরোনো ভিডিও ছড়িয়ে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের দাবি

সম্প্রতি, শেখ হাসিনার সরাসরি বক্তব্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১ লাখ  ৪১ হাজার বার দেখা হয়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি ঢাকায় ফেরা প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক সময়ের বক্তব্য নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভারতকে দেওয়া শুভেচ্ছা বার্তার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ‘Republic World’ ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৭ জানুয়ারি “Bangladesh PM Sheikh Hasina says, ‘India is our trusted friend’” শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

এ বিষয়ে আরো অনুসন্ধান করে ভারতীয় গণমাধ্যম ‘NDTV’ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ৭ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ৭ জানুয়ারি (২০২৪) বাংলাদেশ নির্বাচন অনুষ্ঠিত হয় – এ সময় ভারতের প্রতি শুভেচ্ছা জানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের উদ্দেশে দেওয়া বার্তায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমরা খুবই সৌভাগ্যবান… ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু। আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সমর্থন দিয়েছে… ১৯৭৫ সালে যখন আমরা আমাদের পুরো পরিবার হারিয়েছিলাম, তখন তারা আমাদের আশ্রয় দিয়েছিল। তাই ভারতের জনগণের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা।” (অনূদিত) 

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার সরাসরি বক্তব্যের নয়।

তাছাড়া, ভিডিওতে শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে কোনো কথা বলতে শোনা যায় নি।

সুতরাং, ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভারতকে দেওয়া শুভেচ্ছা বার্তার ভিডিওকে  সাম্প্রতিক সময়ে ঢাকায় ফেরা প্রসঙ্গে শেখ হাসিনার সরাসরি বক্তব্যের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img