ছাত্রলীগের কার্ড সাথে নিয়ে ভুয়া পুলিশ আটক শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুক প্রচারিত এমন ভিডিও দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছাত্রলীগের কার্ড সহ ভুয়া পুলিশ আটক দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০১৯ সালের ঘটনাকে উক্ত দাবিতে নতুন করে প্রচার করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা যাচাইয়ের জন্য প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Amin Hossain’ নামক ফেসবুক পেজে ২০১৯ সালের ৫ মে প্রকাশিত একটি ভিডিওর সাথে উক্ত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি থেকে জানা যায়, চট্টগ্রামে পুলিশের পোশাক পরিহিত এক যুবককে আটক করে পুলিশ।
উক্ত বিষয়ে আরো সুনিশ্চিত তথ্য জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Banglanews24’ ২০১৯ সালের ১ মে “আসলের হাতে ধরা ভুয়া পুলিশ!” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৯ সালের ১ মে চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার দেহরক্ষী পরিচয় দেয়া এক যুবককে আটক করে পুলিশ। আটক হওয়া ব্যক্তির নাম আটক মো. আইয়ুব। সে নিজেকে উপ-কমিশনার (বন্দর)-এর দেহরক্ষী হিসেবে পরিচয় দিলে পুলিশ তা যাচাই করলে উক্ত উপ-কমিশনারের কোনো দেহরক্ষী নেই জানান এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
মূলত, ২০১৯ সালের ১ মে চট্টগ্রামে মো. আইয়ুব নামক এক ব্যক্তি পুলিশ কর্মকর্তার দেহরক্ষী পরিচয় দিলে পুলিশ তা যাচাই করে জানতে পারে তিনি সেই পুলিশ কর্মকর্তার দেহরক্ষী নন। পরবর্তীতে তাকে আটক করা হয় এবং উক্ত ঘটনা নিয়ে সেই সময় সংবাদ প্রতিবেদনও প্রকাশিত হয়। সম্প্রতি, তিন বছর আগের সেই ঘটনার ভিডিও তারিখ উল্লেখ ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। যার ফলে ভিডিওটি নিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, পূর্বে বিভিন্ন সময়ে পুরোনো ভিডিও সাম্প্রতিক দাবিতে প্রচার করা হলে বিষয়টি শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, ২০১৯ সালে ছাত্রলীগের কার্ড সাথে নিয়ে ভুয়া পুলিশ আটকের ঘটনার পুরোনো ভিডিও নতুন করে তারিখ উল্লেখ ছাড়া প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Amin Hossain – Facebook Post
- Banglanews24 – আসলের হাতে ধরা ভুয়া পুলিশ!