সম্প্রতি, “ইলেকশন হলে কী হবে সেটা বুঝতে হলে, বোঝাতে হলে কী দরকার, ইলেকশন করা। এই দেশে একশো বছরেও শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারবে না।” শীর্ষক দাবিতে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘একশো বছরেও শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারবে না’ শীর্ষক কোনো বক্তব্য দেননি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তার পুরোনো একটি বক্তব্যের খণ্ড খণ্ড অংশ জোড়া লাগিয়ে উক্ত ভিডিওটি তৈরি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘বাংলা ভিশন’ এর ফেসবুক পেজে গত ২৭ ফেব্রুয়ারি “বিএনপিই খালেদা জিয়াকে রাজনীতিতে নিষিদ্ধ করেছে: কাদের” শীর্ষক শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওতে ৩ মিনিট ৫৫ সেকেন্ড এর দিকে ওবায়েদুল কাদেরকে “সুষ্ঠু নির্বাচন দিলে আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হবে, তাই এতো ভয়।” শীর্ষক একটি লিখিত প্রশ্ন পড়তে দেখা যায়।
পরবর্তীতে ঐ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “ঘোড়ার ডিম বলে না? এই কথার অর্থ ঘোড়ার ডিম।”
এছাড়া, ভিডিওতে ৪ মিনিট ১০ সেকেন্ড থেকে পরবর্তী সময়ে ওবায়দুল কাদের বলেন, “ইলেকশন হলে কী হবে সেটা বুঝতে হলে, বোঝাতে হলে কী দরকার, ইলেকশন করা। এই দেশে একশো বছরেও শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারবে না। এই দম্ভোক্তি করেছে আপনার নেত্রী। তিনি কোথায় আর শেখ হাসিনা কোথায়।”
অর্থাৎ, ওবায়দুল কাদের উক্ত কথা গুলো বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছিলেন।
একইদিনে ওবায়দুল কাদেরের উক্ত বক্তব্যটি ইন্ডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে প্রচার করে।
গত ২৭ ফেব্রুয়ারি মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
মূলত, গত ২৭ ফেব্রুয়ারি মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য প্রদানকালে বিএনপিকে নিয়ে সমালোচনা করে বলেন, “ইলেকশন হলে কী হবে সেটা বুঝতে হলে, বোঝাতে হলে কী দরকার, ইলেকশন করা। এই দেশে একশো বছরেও শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারবে না। এই দম্ভক্তি করেছে আপনার নেত্রী। তিনি কোথায় আর শেখ হাসিনা কোথায়।” সম্প্রতি সেই অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের “এই দম্ভক্তি করেছে আপনার নেত্রী। তিনি কোথায় আর শেখ হাসিনা কোথায়।” শীর্ষক অংশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাদ দিয়ে শুধুমাত্র “ইলেকশন হলে কী হবে সেটা বুঝতে হলে, বোঝাতে হলে কী দরকার, ইলেকশন করা। এই দেশে একশো বছরেও শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারবে না।” শীর্ষক অংশটুকু বিকৃতভাবে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। যার ফলে আলোচিত ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, পূর্বেও ইন্টারনেটে একাধিকবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য বিকৃত করে প্রচার করা হলে সেসময় বিষয়গুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। প্রতিবেদন গুলো দেখুন-
- বিএনপি’র সমালোচনা করে দেওয়া ওবায়দুল কাদেরের বক্তব্য বিকৃত করে প্রচার
- শেখ হাসিনাকে হুমকির প্রতিবাদে ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যকে বিকৃত করে প্রচার
সুতরাং, ‘ইলেকশন হলে কী হবে সেটা বুঝতে হলে, বোঝাতে হলে কী দরকার, ইলেকশন করা। এই দেশে একশো বছরেও শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারবে না।” শীর্ষক দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিও সম্পূর্ণ এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- BanglaVision TV – Facebook Post
- Independent TV – Youtube Video
- Independent TV – খালেদা জিয়ার নির্বাচন আদালতের হাতে: কাদের