ডিপফেক ভিডিও ব্যবহার করে শেখ হাসিনার নামে ভুয়া ফেসবুক পেজের প্রচারণা

২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতেই অবস্থান করছেন বলে জানা গেছে। এর মধ্যে গত ১৫ সেপ্টেম্বর ‘Sheikh Hasina मैं सिर्फ़ भक्त हूँ’ নামে একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিও প্রকাশিত হয়, যেখানে পেজটিকে শেখ হাসিনার অফিসিয়াল ফেসবুক পেজ বলে দাবি করা হয়। ফেসবুক পেজটি দেখুন: এখানে

ভিডিওটিতে শেখ হাসিনার মুখ দেখা যায় এবং তার কণ্ঠে ইংরেজিতে বলতে শোনা যায়, “আমার ফেসবুক পেজ ফলো করুন। আমি এই পেজটি আপনার জন্য খুলেছি। এটি সবার সঙ্গে শেয়ার করুন। সবাইকে ফলো করতে বলুন, আরও আপডেটের জন্য ফেসবুক পেজটি ফলো করুন।” ভিডিওটিতে দর্শকদের পেজটি অনুসরণ করতে এবং অন্যদেরও ফলো করার জন্য উৎসাহিত করতে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া, আওয়ামী লীগের দলীয় আপডেট পেতে পেজের সঙ্গে থাকার আহ্বান জানানো হয়। ভিডিওটি দেখুন: এখানে

প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত পেজটির অনুসারী সংখ্যা এক লাখ সতেরো হাজার ছাড়িয়ে গেছে। আলোচিত ভিডিওটি দুই লাখ সাতচল্লিশ হাজার বার দেখা হয়েছে। এতে সাড়ে এগারো হাজারের বেশি অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া এসেছে, পাঁচ শত সাতটি মন্তব্য পড়েছে এবং দুই হাজার আটশো বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ফেসবুক পেজটি শেখ হাসিনার নয় এবং তার নামে কোনো অফিসিয়াল ফেসবুক পেজও নেই। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে শেখ হাসিনার চেহারা ও কণ্ঠস্বর নকল করে তৈরি একটি ভুয়া ভিডিওর মাধ্যমে ওই পেজকে শেখ হাসিনার অফিসিয়াল ফেসবুক পেজ হিসেবে প্রচার করা হয়েছে।

বিষয়টি যাচাই করতে গিয়ে অনুসন্ধানে, শেখ হাসিনার নামে কোনো অফিসিয়াল ফেসবুক পেজের সন্ধান পাওয়া যায়নি। ২০২৪ সালের নভেম্বরে একটি এক্স অ্যাকাউন্টের বিষয়ে রিউমর স্ক্যানার টিম আওয়ামী লীগের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করলে দলটি নিশ্চিত করে যে, শেখ হাসিনার ফেসবুক, এক্স বা অন্য কোনো সামাজিক মাধ্যমে কোনো অফিসিয়াল হ্যান্ডেল নেই।

যদি সম্প্রতি শেখ হাসিনা ফেসবুকে নতুন কোনো অ্যাকাউন্ট বা পেজ খুলে থাকতেন, তবে তা আওয়ামী লীগের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে জানানোর কথা ছিল। এর আগে, ২০২৪ সালের মার্চে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন একটি নতুন ফেসবুক পেজ খুলে ভিডিও বার্তা প্রকাশ করলে তা আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়েছিল। তবে এ ক্ষেত্রে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি।

আলোচিত ফেসবুক পেজটির ট্রান্সপারেন্সি সেকশন পর্যবেক্ষণে দেখা গেছে, পেজটি বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছে। ২০২৪ সালের ৯ এপ্রিল এটি তৈরি করা হয়। এরপর ৮ মে পেজের নাম পরিবর্তন করে ‘Sheikh Hasina শেখ হাসিনার অনুসারীরা’ রাখা হয়। সর্বশেষ ৭ জুলাই বর্তমান নাম ‘Sheikh Hasina मैं सिर्फ़ भक्त हूँ’ দেওয়া হয়, যার হিন্দি অংশের বাংলা অনুবাদ দাঁড়ায় “আমি শুধু ভক্ত”।

Screenshot: Facebook. 

এছাড়া, গত ২৯ সেপ্টেম্বর শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নামে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিওবার্তা প্রচারের দাবিতে ওই পেজ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। তবে রিউমর স্ক্যানার ২৮ সেপ্টেম্বর একটি ফ্যাক্ট-চেক প্রতিবেদনে জানায়, এই ভিডিওটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

শেখ হাসিনার নামে প্রচারিত ভিডিওটিতেও একাধিক এআই-জনিত অসংগতি শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। ভিডিওতে শেখ হাসিনার কথা বলার সময় তার ঠোঁট, মুখ ও গলার নড়াচড়ায় অস্বাভাবিকতা ও অপ্রাকৃতিকতা লক্ষ্য করা গেছে, যা সাধারণত এআই-তৈরি ভিডিওতে দেখা যায়।

বিষয়টি নিশ্চিত করতে রিউমর স্ক্যানার কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’-এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে। বিশ্লেষণে দেখা গেছে, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।

সুতরাং, শেখ হাসিনা ফেসবুক পেজ খুলে অনুসারীদের ফলো করার আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis.
  • Deepfake-o-meter.

আরও পড়ুন

spot_img