সম্প্রতি, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল দলের নেতাকর্মীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিওবার্তা প্রচার করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
প্রচারিত ভিডিওটিতে কথিত সায়মা ওয়াজেদ পুতুলকে বলতে শোনা যায়, “আমি পুতুল। আমাদের নেতাকর্মীদের জানাই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আমার মা দেশে থাকলে পূজা আরো জমজমাট হতো। মা বাংলাদেশের পূজাকে খুব মিস করছে। মা এবার ভারতেই পূজার আনন্দ উপভোগ করবে। মায়ের জন্য দোয়া করবেন। সামনে পূজায় আমরা সবাই একসাথে আনন্দ করব। আমরা একসাথে পূজা উদযাপন করব। এজন্যই মা বলতো ধর্ম যার যার উৎসব সবার।”

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সায়মা ওয়াজেদ পুতুল কোনো ভিডিওবার্তা প্রচার করেননি। উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটিও আসল নয়। প্রকৃতপক্ষে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হয়ে তার দেওয়া একটি ভিডিওবার্তার ফুটেজকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
সায়মা ওয়াজেদ পুতুল এমন কোনো ভিডিওবার্তা প্রচার করলে তা গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশিত হওয়া কথা। তবে, অনুসন্ধানে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ফেসবুক পেজে গত ২৮ এপ্রিল প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যার সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যাবলীর উল্লেখযোগ্য সাদৃশ্য রয়েছে।

ভিডিওগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, উভয় ভিডিওতে সায়মা ওয়াজেদের পোশাক, অনুষঙ্গ ও পারিপার্শ্বিকতার মধ্যে মিল রয়েছে।
তবে উভয় ভিডিওতে থাকা অডিও ক্লিপের বিষয়বস্তু ভিন্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভিডিওটিতে সায়মা ওয়াজেদ সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান হিসেবে মায়ানমারের ভয়াবহ ভূমিকম্পের একমাস পরেও সেখানে ক্ষতিগ্রস্থদের কিভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেবা প্রদান করে যাচ্ছে তা জানিয়ে বক্তব্য প্রদান করেন। উক্ত ভিডিওতে তাকে বাংলাদেশ অবস্থানকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে কিংবা ভারতে শেখ হাসিনার পুজা উপভোগ করার কথা বিষয়ে কোনো কথা বলতে শোনা যায়নি।
এ বিষয়ে অধিকতর অনুসন্ধানে আলোচিত ভিডিওটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে এতে একটি সূক্ষ্ম অসঙ্গতি দেখা যায়। ভিডিওতে সায়মা ওয়াজেদ পুতুলের দাঁতের গঠনে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, যা স্বাভাবিক মানুষের দাঁতের গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
পরবর্তীতে ভিডিওটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি কিনা তা যাচাই করতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ডিপফেক-ও-মিটারে ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৫ শতাংশ।

অর্থাৎ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে সায়মা ওয়াজেদ পুতুলের বক্তব্যের ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সম্পাদনা করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং, সায়মা ওয়াজেদ পুতুল আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে ভিডিওবার্তা দিয়েছে দাবিতে প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সম্পাদিত।
তথ্যসূত্র
- World Health Organization South-East Asia Region – WHO SEARO Facebook Post
- Deepfake-O-Meter
- Rumor Scanner’s Analysis ·